আমাকে অ্যাপ্রোচ করেছিল, আমি গ্রহণ করিনি: মেজর অব. হাফিজ

প্রচ্ছদ » জাতীয় » আমাকে অ্যাপ্রোচ করেছিল, আমি গ্রহণ করিনি: মেজর অব. হাফিজ
বুধবার, ২০ মার্চ ২০২৪



---

আজকের ভোলা রিপোর্ট ॥

গণমাধ্যমে ক্রিকেটার সাকিব আল হাসান সাথে বিএনএম যোগ দেয়ার নিউজের ছবি প্রসঙ্গ টেনে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ‘এটা তো গোপন করার কিছু নয়। আমাকে অ্যাপ্রোচ করেছিল, আমি গ্রহণ করিনি। সাকিব আল হাসান দেশের গৌরব, তিনি এখানে কিছু করতে পারেনি। তবে অন্য কোথায় যোগ দিয়েছে।’ মঙ্গলবার রাজধানীর বনানীতে তার নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘দেশে গণতন্ত্র নেই, দেশে নোংরা রাজনীতি বিরাজমান। নির্বাচনী বৈতরণী পার হতে অনেক নোংরা খেলা খেলে থাকে, যে দলই সরকারের থাকে। রাজনীতিতে কোনো শর্টকার্ট বলতে কিছু নেই। সাধারণ মানুষের সঙ্গ ছাড়া রাজনীতিতে টিকে থাকা যায় না।’

তিনি বলেন, ‘সরকারের পক্ষে যারা যোগাযোগ করেছে তাদের বলেছি, ৩২ বছরের রাজনীতিক জীবনে দল পরিবর্তন করা সম্ভব নয়। আমি রাজনীতি থেকে অবসর নিতে চাই। আমার সাথে সামরিক বাহিনীর কয়েকজন বারবার অফার নিয়ে আসেন, সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে। সামরিক বাহিনীর কয়েকজন অবসরপ্রাপ্ত সদস্য সাকিব আল হাসান হাসানকে আমার কাছে নিয়ে আসেন। আমি তখন বলি, তুমি বিশ্বমানের খেলোয়াড়। তুমি রাজনীতি করবে কিনা সেটি তোমার ব্যাপার। সাকিব তার সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচনে আগে সাবেক তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ ঘোষণা দিলেন আমি বিএনএম পার্টিতে যোগ দেবো- ওই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে আমি এখানেই সংবাদ সম্মেলন করেছিলাম।’

বিএনপির সিনিয়র নেতা দাবি করেন, ‘আমি বিএনপির শীর্ষ নেতাদের নির্বাচনের আগেই বলেছি যারা অফার নিয়ে এসেছিল, তাদেরকে বলেছি, এই বয়সে রাজনৈতিক দল পরিবর্তন করতে পারব না। আমার রাজনৈতিক কোনো বিলাস নেই। আমি নির্বাচন কমিশনে কাউকে পাঠাইনি। বিএনপির অনেক সংসদ সদস্য যোগযোগ করেছিল, আমি তাদেরকে নিরস্ত্র করেছি। বিএনএমের অনেকে অভিযোগ করে বলেছেন, আমি নাকি তালবাহনা করেছি।’

তিনি অভিযোগ করেন, ‘আমার মনে হয় সরকার নিজেদের ব্যর্থতা ঢাকার জন্যই আমার বিরুদ্ধে এ করেছে। আমি সরকারের শেষ সময়ে বাণিজ্যমন্ত্রী ছিলাম। আমি খেজুরে বদলে বরই খেতে বলিনি। সিন্ডিকেট করতে দেইনি। আমি বাবার দেয়া বাড়িতে থাকি। আমার বিরুদ্ধে দুদকে কোনো অভিযোগও নেই।’

আমি কি বিএনএম-এ যোগ দিয়েছি? এমন প্রশ্ন রেখে তিনি বলেন, ‘কী দোষ আমার?’ তার বিরুদ্ধে এমন কিছু না করার অনুরোধ জানান তিনি।

দল ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিয়ে কখনো অসঙ্গতিপূর্ণ কথা বলেননি বলে জানান মেজর অব. হাফিজ।

বাংলাদেশ সময়: ০:৪৫:৫৪   ২১৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


আ’লীগ দেশের মানুষের মন থেকে উঠে গেছে: পার্থ
কাটমুন্ডু কনফারেন্সে মাতৃভাষায় সাংবাদিকতা বিস্তারে ভূমিকা রাখতে সার্ক দেশগুলোর প্রতি আহ্বান
দক্ষিণাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি হয়েছে: ভোলায় নৌপরিবহন উপদেষ্টা
উপকূল রক্ষা করুন, জলবায়ু অর্থায়ন বাজেটে জিডিপির ৩% বরাদ্দ করুন: সেমিনারে বক্তারা
বিএনপি-জামায়াত-এনসিপি দ্বন্দ্বে অস্থির রাজনীতি, নতুন সমীকরণ
বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর স্ত্রীর বিদেশযাত্রায় বাধা
ভোলা-বরিশাল সেতু অচিরেই হবে: সচিব
ভোলা-বরিশাল সেতু: ৭ দিনের মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
ভোলায় মেডিকেল কলেজ স্থাপন, ভোলা-বরিশাল সেতুসহ তিন দফা দাবিতে ঢাকায় মানববন্ধন
৬ বছর পর এক টেবিলে, ফের বিএনপির কাছাকাছি পার্থ’র বিজেপি



আর্কাইভ