ভোলায় মামলা তুলে নিতে হুমকি

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় মামলা তুলে নিতে হুমকি
শনিবার, ২২ জানুয়ারী ২০২২



স্টাফ রিপোর্টার ॥
ভোলায় আদালতে দায়ের করা মামলা তুলে নিতে বাদীকে গুম, খুন করার হুমকির ঘটনা ঘটেছে। ২১ জানুয়ারী শুক্রবার দুপুরে ইলিশা ফেরি ঘাট বাজার সংলগ্ন পন্ডিতের বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভূক্তভুগীর অভিযোগে জানা যায়, ভোলার আলীনগর ৩নং ওয়ার্ডের ছিফলী গ্রামের মোসলেম উদ্দিন তার এক আত্মীয়কে ইলিশা ঘাট থেকে হোন্ডায় করে ভোলা শহরে আসার সময় ইলিশা বাজার সংলগ্ন পন্ডিতের বাজারে মালেক বেপারীর কাঠের দোকানের সামনে আসলে ৩/৪টি হোন্ডায় জনৈক ইদ্রিসের নেতৃত্বে ইলিয়াস, এমরান, সবুজ ও সুমনসহ ৬/৭জন যুবক তাদের গতিরোধ করে। এ সময় মোসলেমউদ্দিনকে হোন্ডা থেকে টানা হেচড়া করে নামিয়ে ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে এবং আদালতে চলমান মামলা তুলে নিতে চাপ দিতে থাকে। এক পর্যায়ে মামলা তুলে না নিলে গুম করে মেরে ফেলার হুমকি দেয়। তার ডাক চিৎকারে বাজারে থাকা লোকজন এসে তাকে উদ্ধার করে। এসময় বাজারের লোকজনের তোপের মূখে ওই যুবকরা স্থান ত্যাগ করে।
জিম্মি করার ঘটনা নিয়ে মোসলেম উদ্দিন জানায়, তার বাড়ির একটি সন্ত্রাসী ঘটনায় ইদ্রিস গংদের বিরুদ্ধে ১০-০১-২০২২ তারিখে ভোলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ একটি এমপিও মামলা দায়ের করি। যার নং এমপি ৯৭/২০২০ইং। ওই মামলায় বিজ্ঞ আদালত তদন্ত সাপেক্ষে দ-বিধির ৪২৭, ৪৪৭, ৩২৩, ৩১৩, ৩০৭, ৩৮৫, ৩৫৪, ৫০৬/২/ধারায় তাদেরকে অভিযুক্ত করে। ওই মামলা তুলে নিতেই ইদ্রিস গংরা এই সন্ত্রাসী কর্মকা- ঘটায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় কাঠ বিক্রেতা মালেক বেপারি, ফারুক বেপারী ও আব্দুর রহিম জানায়, আমরা উদ্ধার না করলে ওই সন্ত্রাসীরা মোসলেম উদ্দিনকে গুম করার মতো ঘটনা ঘটানো হতো।

বাংলাদেশ সময়: ২২:০৭:১৩   ২৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


মাদ্রাসাছাত্রীকে তালাবন্ধ করে পরিবারসহ প্রেমিক লাপাত্তা
বেনজীরের গ্রেফতার ও বিচারের দাবিতে ভোলায় সুজনের সমাবেশ-স্মারকলিপি
জমিজমা বিরোধ কেন্দ্র করে ভাই ও ভাইর স্ত্রীর উপর হামালার অভিযোগ কমিশনার কবিরের বিরুদ্ধে
ভাইয়ের প্রতারণার শিকার হয়ে প্রতিবন্ধী উজ্জলের মানবেতর জীবন
সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
ভোলায় পোস্ট অফিসে আইসক্রিমের ব্যবসা
লালমোহনে আবাসনের ঘর জবর দখলের অভিযোগ
ভোলায় যাত্রীবাহী লঞ্চ থেকে ৮৫ মণ মাছ জব্দ
ঘুষ ছাড়া কাজ হয়না ভোলার বিএমইটি অফিসে॥ প্রতিদিন ঘুষের আয় প্রায় অর্ধলক্ষ টাকা!!
ভোলায় ফিল্মি স্টাইলা অপহরণ ॥ কতিপর উদ্ধার



আর্কাইভ