ভোলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলা সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের লিমিটেডের ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১০টার দিকে ভোলা শহরের বাংলাস্কুলের হল রুমে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কাল্ব) এর সহযোগীতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি মো. কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কাল্ব লিমিটেডের ‘ঘ’ অঞ্চলের পরিচালক মো. আ. মন্নান লোটাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা সমবায় অফিসার মো. মিজানুর রহমান, ভোলা জেলা সমবায় পরিদর্শক কেশবচন্দ্র মাঝি।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাল্ব এর উপজেলা ব্যবস্থাপক এ,কে,এম, মাসুদ রিজভী, প্রোগ্রাম অফিসার সুজয় হালদার, ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি মো. মাহবুব আলম, সম্পাদক মো. মোজাম্মেল হোসেন, ক্যাশিয়ার মো. নজরুল ইসলাম, সদস্য সঞ্জয় ভূষন মল্লিক ও মো. জসিম উদ্দিন। সভার সঞ্চালনা করেন জেলা ব্যবস্থাপক আব্দুল আউয়াল।

সভায় সংগঠনটির গত এক বছরের আয়-ব্যয় উপস্থাপন করা হয়। একই সাথে সংগঠনটির মূলধন বৃদ্ধি ও খেলাপী ঋণ আদায়ের উপর গুরুত্বারোপ করেন বক্তারা।

বাংলাদেশ সময়: ১৯:৩৯:৫৯   ৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


বেসরকারিভাবে শতভাগ পাশের হারের শীর্ষে হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
আনারস মার্কায় ভোট দিবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া: মোশারেফ হোসেন
নির্বাচন হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ, সবাই কেন্দ্রে এসে ভোট দিবেন: মোহাম্মদ ইউনুছ
ভোলা ক্ষুদে বিজ্ঞানী সংসদের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ভোলা জেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হলেন মনিরুল ইসলাম এএলটি
সৎ মায়ের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন
ভোলায় লাজফার্মা মডেল ফার্মেসির উদ্বোধন
উপজেলা পরিষদ নির্বাচনে উঠান বৈঠক করে চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন
মোটরসাইকেল ও উড়োজাহাজ প্রতীকে ভোট চাইলেন: মোহাম্মদ ইউনুস



আর্কাইভ