চরফ্যাশনে ইউপি আ’লীগ সভাপতি দখল করল ব্যবসায়ীর বসতঘর

প্রচ্ছদ » চরফ্যাশন » চরফ্যাশনে ইউপি আ’লীগ সভাপতি দখল করল ব্যবসায়ীর বসতঘর
বুধবার, ২ আগস্ট ২০১৭



---
এম মইনুল এহসান, শশীভুষন থেকে ফিরে ॥

সভাপতি বলে কথা! ক্ষমতার গরম দেখাতে, আধিপত্য বিস্তার করতে একই দলের কর্মী রুহুল আমিনকে জামাত শিবিরের নেতা বলে উল্লোখ করে ভোলার চরফ্যাশনে শশীভূষন (লেতরা) বাজারে রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ ইব্রাহিম কাজী দখল করেছে স্থানীয় ব্যবসায়ী মোঃ রুহুল আমিন এর দোকান ঘর। শতাধিক ক্যাডার বাহিনী নিয়ে প্রকাশ্যে দিনে দুপুরে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইব্রাহিম কাজি দখল করল রুহুল আমিনের ২৭ বছরের ভোগদখল করা লেতরা বাজারের দোকান ভিটা। প্রকাশ্যে এঘটনা ঘটলেও জীবনের ভয়ে কেউ বাঁধা দেয়নি। থানা পুলিশকে বিষয়টি লিখিত ভাবে জানালেও কোন লাভ হয়নি।
গত ৩১ জুলাই সরেজমিন গেলে দেখা যায়, ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষন (লেতরা) বাজারের মাছ বাজার সংলগ্ন মোঃ রুহুল আমিনের দোকান ঘরটি ৩০ জুলাই স্থানীয় আওয়ামী লীগ সভাপতি ইব্রাহিম কাজি দখলে নিয়ে ইট-বালু দিয়ে প্রকাশ্যে কাজ করছে। ঘর মালিক মোঃ রুহুল আমিন নিরুপায় হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছে শশীভূষন থানায়। তাতে কোন লাভ হচ্ছে না। দখলকারী ইব্রাহিম কাজী আওয়ামী লীগ সভাপতি হওয়ায় ভয়ে কেউ বাঁধা দেয়নি। সশ¯্র অবস্থায় শতাধিক ক্যাডার বাহিনী নিয়ে মোঃ রুহুল আমিনের ঘরটি দখলে নেয় ইব্রাহিম কাজী।
এ বিষয়ে পাশের ব্যবসায়ী ও বিরোধীয় জমির পূর্বের মালিক নুর মোহাম্মদ রাঢী ও সামসুল হক রাঢী’র ভাতিজা মোঃ বাছেদ বলেন,আমার দুই চাচার কাছ থেকে মোঃ রুহুল আমিন জমি ক্রয় করে আজ প্রায় ২৭ বছর ধরে বসবাস করছে। একই সাথে একটি বেকারীর দোকান দিয়ে ব্যবসা করে আসছে। তার জমি রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ ইব্রাহিম কাজী শতাধিক ক্যাডার বাহিনী নিয়ে সশ¯্র অবস্থায় ঘরটি দখলে নেয়। একই ধরনের কথা বলেন, লেতরা বাজারের মোঃ সালাউদ্দিন, মোঃ রতন মিয়া। তারা বলেন,এটি ছিলো এই এলাকার প্রথম বিল্ডিং। এর আগে কোন বিল্ডিং এই এলাকায় গড়ে উঠেনি।
শশীভূষন বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি মোঃ আব্দুল মাজেদ মিয়া বলেন, দীর্ঘ ২৭ বছর ধরে মোঃ রুহুল আমিন মিয়া এই ঘরটিতে বসবাস করতো।গত কয়েক বছর ধরে ইউনিয়ন আওয়ামলীগের সভাপতি ইব্রাহিম কাজী ব্যবসায়ী রুহুল আমিনের বসতিঘর ও দোকানের মালিকানা দাবি করে আসছিল। সমাধানের জন্য উভয় গ্রুপকে নিয়ে বসার কথা থাকলেও বসা হয়নি। গত রবিবার সকালে লোকজন নিয়ে ইব্রাহিম কাজী ঐ জমিটি দখল করে।
এদিকে ঘর দখলে নেয়া মোঃ ইব্রাহিম কাজী বলেন, এই জমির প্রকৃত মালিক আমি। আমি ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি। থানা জমির মালিকানা আমাকে দিয়েছে। আদালত আমাকে দিয়েছে, ঘরটি দখলে নিয়েছি। আমি আওয়ামিলীগ করি। রুহুল আমিন জামাত শিবির করে। সে হিসেবে আমি তার সাথে ভালো ব্যবহার-ই করেছি। এসব বিষয় নিয়ে লেখালেখি করে কোন লাভ নেই। পুলিশ প্রশাসন সব ম্যানেজ করেই এ কাজ করেছি।
ক্ষতিগ্রস্থ্য মোঃ রুহুল আমিন বলেন,আমি প্রায় ২৭ বছর ধরে এই জমিতে বসবাস করছি। আমার জমি নিয়ে চরফ্যাশন সিনিয়র সহকারি জজআদালতে মামলা চলছে। আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করেছে। এসব কিছুর পরেও আওয়ামী লীগ সভাপতি ইব্রাহিম কাজী অন্তত শতাধিক ক্যাডার বাহিনীর লোকজন নিয়ে সশ¯্র অবস্থায় বাজারের ঘরটি দখল করে নেয়। সে সময়  আমার ছেলে মোঃ মাকসুদুর রহমান ঐ ঘরে ছিলো। তাকে মারধর করে বের করে দিয়ে ঘরটি দখলে নেয়। এঘটনাটি প্রকাশ্যে সকাল বেলা ঘটলেও সন্ত্রাসীদের ভয়ে সাধারন মানুষ এগিয়ে আসার সাহস পর্যন্ত পায়নি। ঘটনার সাথে সাথে আমি শশীভূষন থানায় গিয়ে ডিউটি অফিসার মোঃ জাকির এর কাছে লিখিত অভিযোগ দিয়েছি। অথচ পুলিশ কোন ব্যবস্থা গ্রহন করেনি। এ বিষয়ে লেতরা বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি আলতাফ হোসেন জানান রুহুল আমিন দীর্ঘ দিন ধরে বাজারে বেকারি ব্যবসা করছে। প্রায় দুই যুগের অধিক সময় ধরে ভোগ করার পর হঠাৎ করে ইব্রাহিম কাজি কী ভাবে জমি দখল করল তা রহস্যজনক। ইব্রাহিম কাজি দুষ্ট প্রকৃতির লোক। কয়েক বছর আগে আমি অসুস্থ হয়ে পরলে ইব্রাহিম কাজির কাছে আরাই শতাংশ জমি বিক্রি করি। সে প্রতারণা করে ১২ শতাংশ জমি দখল করে। পরে আমি আদালতে মামলা করি। আদালত আমাকে আমার জমি ফিরিয়ে দেয়।
এ বিষয়ে ব্যাবসায়ী সমিতির সাধারন সম্পাদক ও বৃহত্তম শশীভূষণ আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক  মোঃ আবু জাহের মিয়া বলেন আমি ৭৪ সাল থেকে যুবলীগ ও আওয়ামিলীগ এ দায়িত্ব ছিলাম। দীর্ঘ ১৭ বছর বৃহত্তর শশীভূষণ আওয়মিলীগের সেক্রেটারী ছিলাম। দীর্ঘ দিন লেতরা বাজারে ব্যবসা করি। আমার দেখা মতে রুহুল আমিন দীর্ঘ  ২৭বছর ধরে ঐ জমিতে বসবাস করছে। সে ই জমিটির প্রকৃত মালিক। কি কারনে বর্তমান  আওয়ামী লীগ  সভাপতি ইব্রাহিম কাজি রুহুল আমিনের ঘরটি দখল করলো,তা আমাদের মাথায় আসছে না। তবে এটি নিয়ে সালিশিতে বসার কথা ছিলো। আজ পর্যন্ত বসা হয়নি। তবে রুহুল আমিন মিয়াও আমাদের দলের লোক। তার সাথে অন্যায় করা হয়েছে।
এসব বিষয় শশীভূষন থানার ওসি মোঃ আবুল বাশার বলেন,ইব্রাহিম কাজী আমাকে এক শতাংশ জমির কাগজপত্র দেখিয়েছে। তার পুরো ঘর (৩শতাংশ) দখল করার কথা ছিলো না। এই কথা বলে তিনি থানার এসআই গোলাম মাওলাকে  বিষয়টি তদন্ত করতে পাঠান  পুরো ঘর দখলে নিয়েছে কিনা তা জানার জন্য। থানায় লিখিত অভিযোগ দেয়া ও মামলা না নেয়ার বিষয় বলেন, লিখিত অভিযোগ দিয়েছে। তাতে মামলা করা যায় না। নতুন করে লিখে দিতে বলেছি। কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। অপরদিকে শেষ খবর পর্যন্ত ১জুলাই বিকাল ৪টা পর্যন্ত কাজ চলছে। পুলিশ কাজ বন্ধ করেনি।

বাংলাদেশ সময়: ১৭:৩৬:৫৮   ১২৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
চরফ্যাশনে ভূমিদস্যু মুছার নেতৃত্বে নারী ও শিশুর ওপর সন্ত্রাসী হামলা
দালালদের খপ্পড়ে পড়ে নিঃস্ব জীবন ॥ চরফ্যাশন উপজেলার পাচঁ প্রবাসীর আর্তনাদ!
চরফ্যাশনে চুরি ও ডাকাতি থেকে মুক্তি ও অপরাধীদের শাস্তির দাবীতে জেলেদের মানববন্ধন ও বিক্ষোভ
চরফ্যাশনে ব্যবসায়ীকে হাত পা বেধেঁ মারধরের অভিযোগ
চরফ্যাশনে পলিথিন পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
চরফ্যাশনে অন্যের জমি দখলে নেওয়ার অভিযোগ সাবেক ইউপি চেয়ারম্যান রাসেলের বিরুদ্ধে
চরফ্যাসনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ইডেন ছাত্রীর বিয়ের দাবীতে মিথ্যা অপপ্রচার থেকে মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন
কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নয়নের পিতার মৃত্যু, বিভিন্ন মহলের শোক



আর্কাইভ