সেমি ফাইনাল নয়, ভাবনায় শুধু জয়!

প্রচ্ছদ » খেলা » সেমি ফাইনাল নয়, ভাবনায় শুধু জয়!
বৃহস্পতিবার, ৮ জুন ২০১৭



---

স্পোর্টস ডেস্ক ॥
প্রথম দুই ম্যাচ থেকে প্রাপ্তি কেবল তামিম ইকবালের পারফরম্যান্স ও একটি পয়েন্ট। শেষ ম্যাচ জিতলেও নিশ্চয়তা নেই আর এগোনোর। তার পরও বাতাসে উড়ছে স্বপ্নের রেণু। স্বপ্নের নাম সেমি-ফাইনাল!
অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টির কল্যাণে পাওয়া একটি পয়েন্টই স্বপ্নের ভিত্তি। শেষ ম্যাচে নিউ জিল্যান্ডকে হারাতে পারলে আর পরদিন ইংল্যান্ডের কাছে অস্ট্রেলিয়া হারলে শেষ চারে উঠবে বাংলাদেশ।
তবে সেই স্বপ্নে বুঁদ নন ক্রিকেটাররা। বাস্তবতা সবচেয়ে ভালো উপলব্ধি করতে পারছেন তারাই। শুধু নিজেরা জিতলেও তো হবে না, নির্ভর করতে হবে আরেক ম্যাচের ফলে! ভাবনার সীমানায় তাই সেমি-ফাইনালকে এখনই আনতে চায় না দল। তামিম ইকবাল জানালেন, দলের চাওয়া এখন কেবল নিউ জিল্যান্ডের বিপক্ষে জয়।
“অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা পয়েন্টের কারণেই আমরা সেমি-ফাইনালে যাওয়ার স্বপ্ন দেখতে পারছি, যদি আমরা এই ম্যাচ জিততে পারি এবং ওখানে একটা দল হারে। তবে আমরা কতটুকু যাব বা সেমি-ফাইনালে উঠতে পারবো কি না, এসব না ভেবে যদি পরের ম্যাচটি নিয়ে ভাবি, সেটাই কাজে লাগবে।”
“সেমির কথা চিন্তা না করে ম্যাচটায় মন দিতে হবে আমাদের। ম্যাচটা জিততে হবে। জয়ের জন্য যা ঠিক ঠিক করা দরকার, সব করতে হবে। ওটা নিয়েই আমরা বেশি ভাবছি। এক ধাপ এগিয়ে ভাবতে চাই না।”
আগের দিন সাকিব আল হাসান বলেছিলেন, নিউ জিল্যান্ড চেনা প্রতিপক্ষ বলেই জয়ের আশা জোর দিয়ে করতে পারছে দল। তামিমের কণ্ঠেও শোনা গেল একই আত্মবিশ্বাসের প্রতিধ্বনি।
“এমন একটা দলের সাথে খেলা যাদের দেশ ও বিদেশ দুই জায়গায়ই হারিয়েছি। আমরা তাই বেশ আত্মবিশ্বাসী। যদি একটা দল হিসবে খেলতে পারি আমরা, তাহলে আমারে সুযোগ থাকবে।”
সেই সুযোগ নিতে পারলেই থাকবে একটি তৃপ্তি। সেমি-ফাইনালে ওঠা হোক বা না হোক, অন্তত নিজেদের কাজটি তো করা গেছে!

বাংলাদেশ সময়: ২৩:১২:৪৪   ৩৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
ভোলা ক্রিকেট একাডেমির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
৫১১ রানের টার্গেট তাড়ায় ৩৭-এ ৫ উইকেট হারাল বাংলাদেশ
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
শান্ত-মুশফিকের রেকর্ড জুটিতে দাপুটে জয় বাংলাদেশের
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু
ভোলায় ক্ষুদে ফুটবলারদের দেওয়া হল সংবর্ধনা
ভোলায় অগ্রণী ব্যাংকের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত



আর্কাইভ