ভোলায় ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশের দাবি

প্রচ্ছদ » ইসলাম » ভোলায় ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশের দাবি
বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮



---
স্টাফ রিপোর্টার ॥
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি ইয়াছিন নবীপুরী প্রথম দিকে নির্বাচনী প্রচার-প্রচারণার চালিয়ে গেলেও শেষ সময়ে এসে বাঁধার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করেন। বুধবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ইসলামী আন্দোলনের জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাতপাখার প্রার্থী তার নির্বাচনী প্রচারণায় বাঁধা, পোষ্টার ছিড়ে ফেলা ও নেতাকর্মীদের হুমকি-ধামকির অভিযোগ তুলে করেন।
লিখিত বক্তব্যে  হাত পাখার প্রার্থী মুফতি ইয়াছিন নবীপুরী বলেন, ভোলা-১ আসনের নৌকা প্রতীকের নেতাকর্মীরা হাত পাখার বিজয় নিশ্চিত জেনে বিভিন্ন ইউনিয়নে আমার নেতাকর্মীদের হুমকি-ধামকি দিয়ে গণসংযোগ ও পোষ্টার লাগাতে বাঁধা প্রদান করছে।
এর মধ্যে উল্লেখযোগ্য দক্ষিণ দিঘলদী ইউনিয়ন চেয়ারম্যান ওই ইউনিয়নে আমার নেতাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে প্রচারণায় বাঁধা প্রদান করে। এবং ওই এলাকায় আমার নির্বাচনী পোষ্টার লাগাতেও বাঁধা প্রদান করছে এবং লাগানো পোষ্টার ছিড়ে ফেলা হচ্ছে।
এছাড়ও উপজেলার ভেদুরিয়া, ফেরীঘাট, রাজাপুর ইউনিয়নের ৫ ও ৬নং ওয়ার্ড, পূর্ব ইলিশা ৬নং ওয়ার্ড ও কাচিয়া ইউনিয়নে প্রচারণায় বাঁধা প্রদান করছে ক্ষমতাশীন দলের নেতাকর্মীরা।
সর্বশেষ মঙ্গলবার শিবপুর ইউনিয়নের রতনপুর বাজারে আমার গণসংযোগ চলাকালীন সময়ে হাত পাখার কর্মী অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য জামাল উদ্দিনকে নৌকা প্রতিকের কর্মীরা মারধার করে একটি দোকানে আকটে রেখে নির্যাতন করে।
আমি এ সকল কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং প্রশাসনের কাছে দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
তিনি আরও বলেন, আমি আশা করি ভোলা-১ (সদর) আসনের জনগণ আগামী ৩০ ডিসেম্বর নির্বিগ্নে ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন ভোলা জেলার সহ-সভাপতি মাওলানা তাজউদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, ইসলামী আন্দোলন ভোলা পৌর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান, ভোলা-২ আসনের হাতপাখা প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান, শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মাওলানা গোলাম মোরশেদ, ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মো. সাইফুল ইসলাম প্রমূখ।
অপরদিকে ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন বলেন, আমাদের দলের পক্ষ থেকে কাউকে প্রচার প্রচারণায় বাঁধা প্রদান করা হচ্ছে না। অতি উৎসাহী কিছু লোক এ সকল অনাকাঙ্খিত ঘটনা ঘটাতে পারে। আমরা এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। যাতে করে সকল দল নিরবিচ্ছিন্নভাবে প্রচার প্রচারনা চালাতে পারে।

বাংলাদেশ সময়: ২২:২৫:৩৭   ১০৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ইসলাম’র আরও খবর


আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ভোলায় ইসলামী শ্রমিক আন্দোলনের আলোচনা সভা
ফরিদপুরে দুই মুসলিম শ্রমিকের নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িতদের ফাঁসির দাবিতে ভোলায় বিক্ষোভ সমাবেশ
ভোলায় ইসলামী আন্দোলনের পক্ষে থেকে ঈদ সামগ্রী বিতরণ
সৌদি আরবের সাথে মিল রেখে ভোলায় ঈদের নামাজ অনুষ্ঠিত
ভোলায় ইসলামী শ্রমিক আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ভোলায় ‘সৃষ্টির সেবা’ সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইসলামী ঐক্য আন্দোলন ভোলা জেলা শাখার ত্রিবার্ষিক কাউন্সিল ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
আঞ্জুমান মুফিদুল ইসলাম ভোলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ভোলায় মহানবী (সা.) কে নিয়ে কটূক্তিকারী বাসু দাসের সর্বোচ্চ শাস্তি দাবি
রাসূল (সাঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দৌলতখানে বিক্ষোভ মিছিল



আর্কাইভ