নিজস্ব প্রতিবেদক ॥
ভোলায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পরিচালিত মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ষষ্ঠ পর্যায়ে ২০২৩ সালের শ্রেষ্ঠ শিক্ষক শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
গত রবিবার বেলা ১০টায় ট্রাস্টের জেলায় কার্যালয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা। বিশেষ অতিথি জেলার ট্রাস্টি অনিল কুমার দাস, ভোলা সদর পূজা পরিষদের সম্পাদক জয় দে। অনুষ্ঠানে সভাপতিত্ব করে ট্রাস্টের জেলার উপ পরিচালক জাহাঙ্গীর হোসেন, অনুষ্ঠানে জেলার ৫৫টি শিক্ষাকেন্দ্রের শিক্ষক শিক্ষার্থীসহ ট্রাস্টের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলে।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ ২০২৩ সালে শ্রেষ্ঠ শিক্ষার্থী ১০ জন ও ৫জন শ্রেষ্ঠ শিক্ষকের হাতে ক্রেস্ট ও ২০২৪ সালের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বাংলাদেশ সময়: ০:৫৭:২৫ ২২৩ বার পঠিত