![---](https://www.ajkerbhola.com/cloud/archives/2024/03/img20240318113119-thumbnail.jpg)
দৌলতখান প্রতিনিধি ॥
ভোলার দৌলতখানে জমিজমা বিরোধের জেরে রিনা বেগম (৪২) নামে এক নারীকে মারধর করার অভিযোগ উঠেছে। ওই নারী বর্তমানে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন আছে। গত শনিবার উপজেলার চরখলিফা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে। আহত নারী ওই বাড়ির তরিকুল ইসলামের স্ত্রী। আহত রিনা জানান, একই বাড়ির নুরে আলম কুট্টি গং তার ঘরের দরজার সামনে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা চালায়। এসময় তিনি বাধা দিলে নুরে আলম, তার ছেলে নাহিদ, আছিয়া বেগম তাকে বে-ধরক মারধর করে। এতে সে গুরুতর আহত হয়। পরে তিনি দৌলতখান হাসপাতালে ভর্তি হন। এ ঘটনায় অভিযুক্ত নাহিদ তার স্বামী তরিকুল ইসলামকেও বিভিন্ন ভাবে মারধরের হুমকি দেয়। এ বিষয় অভিযুক্ত নুরে আলমের ফোনে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্য রঞ্জম খাসকেল জানান, এ বিষয় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০:৪৮:০২ ১৪৩ বার পঠিত