বোরহানউদ্দিনে দুই সন্তান রেখে নিরুদ্দেশ প্রবাসীর স্ত্রী

প্রচ্ছদ » অপরাধ » বোরহানউদ্দিনে দুই সন্তান রেখে নিরুদ্দেশ প্রবাসীর স্ত্রী
বুধবার, ১৩ মার্চ ২০২৪



বোরহানউদ্দিন প্রতিনিধি ॥

ছোট্ট দুই শিশু সন্তান রেখে নিরুদ্দেশ হয়ে গেছেন এক সৌদি প্রবাসীর স্ত্রী। গেল ২০ দিন ধরে তাঁর কোনো খোঁজ মিলছে না। কোনো উপায়ন্তর না পেয়ে স্বজনরা এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ঘটনাটি ঘটেছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের দালালপুর গ্রামে। নিখোঁজ খাদিজা আক্তার নূপুর ওই গ্রামের সৌদি প্রবাসী কামাল উদ্দিনের স্ত্রী।

নিখোঁজ নূপুরের শাশুড়ী তহুরা খাতুন আজকের ভোলাকে জানান, গেল ১৮ ফেব্রুয়ারি সকালে বাড়ির কাউকে কিছু না বলে নূপুর ঘর থেকে কোথায় চলে গেছে তা কেউই জানেন না। তার ছোট্ট দুইটি সন্তান রয়েছে আব্দুল্লাহ ও আব্দুর রহমান। পরিবার ধারণা করছে, পরকীয়া প্রেমের টানে ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে নূপুর নিরুদ্দেশ হয়ে গেছে।

এ ঘটনায় নূপুরের শাশুড়ী তহুরা খাতুন বোরহানউদ্দিন থানায় একটি জিডি করেছেন। যাঁর জিডি নম্বর ১৪০।

অন্যদিকে সাংবাদিকরা চরফ্যাশন জনতাবাজার খাদিজা আক্তার নুপুরের নিজ পরিবারের কাছে জানতে চাইলে তার মামা আলম এবং ভাই ফাহাদ হোসেন বলেন, নুপুরের আট বছরের সংসারে কোন ঝামেলা ছিল না, কেন যে এই কাজ করলো, কোথায় বা গিয়েছে আমরা এখনও জানি না। আমাদের বাড়ির মান ইজ্জত দিক বিবেচনা করে কাউকে জানাজানি না করে নিজেরা অনেক খোঁজাখুজি করেছি, তবে পাইনি। ওর কপাল ও শেষ করছে আর খোঁজ নিব না।

প্রতিবেশি তাহের হাজী বলেন, নুপুর বাড়ি থেকে চলে যাওয়ার পর তার স্বামী কামাল আমাকে কল করে জানিয়েছেন, আমিও খোঁজাখুজি করেছি, পাইনি। কোথায় আছে, কার হাতে পড়ল, জানি না।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীন ফকির আজকের ভোলাকে জানান, জিডির সূত্র ধরে পুলিশ নিখোঁজ নূপুর আক্তারকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। তিনি নিখোঁজ আছেন, নাকি পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে আত্মগোপনে আছেন তা এখনো ¯পষ্ট করে বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১:৪৯:৩৮   ১২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভাইয়ের প্রতারণার শিকার হয়ে প্রতিবন্ধী উজ্জলের মানবেতর জীবন
সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
ভোলায় পোস্ট অফিসে আইসক্রিমের ব্যবসা
লালমোহনে আবাসনের ঘর জবর দখলের অভিযোগ
ভোলায় যাত্রীবাহী লঞ্চ থেকে ৮৫ মণ মাছ জব্দ
ঘুষ ছাড়া কাজ হয়না ভোলার বিএমইটি অফিসে॥ প্রতিদিন ঘুষের আয় প্রায় অর্ধলক্ষ টাকা!!
ভোলায় ফিল্মি স্টাইলা অপহরণ ॥ কতিপর উদ্ধার
ফুঁক দিয়েই সব সমস্যার সমাধান করেন ফরিদ!
প্রেমিকের সঙ্গে ‘বিয়ে’ রফাদফায় এসে কিশোর গ্যাংয়ের হাতে ধরা তরুণী, অতঃপর…
ভোলায় যৌতুকের মামলা দেওয়ায় স্ত্রীকে তালাক দিলো স্বামী ॥ শিশু সন্তান নিয়ে দুশ্চিতায় হাফছা



আর্কাইভ