চরফ্যাশনে জমিয়াতুল মোদারেছীনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

প্রচ্ছদ » ইসলাম » চরফ্যাশনে জমিয়াতুল মোদারেছীনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪



---

স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন চরফ্যাশন উপজেলা শাখার নবনির্বাচিত কার্যকরী পরিষদের পরিচিতি সভা ও প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মার্চ) ভোলা জেলা জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি ও করিমজান মহিলা কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ভোলা জেলার সাধারণ সম্পাদক এবং ভোলা দারুল হাদিস কামিল (¯œাতকোত্তর) মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও বোরহানউদ্দিন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আহাম্মদ উল্লাহ আনছারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের নবনির্বাচিত সভাপতি মোঃ নিজাম উদ্দিন হুমায়ুন সরমান, জেলা জমিয়াতুল মোদাররেছীনের প্রচার সম্পাদক মাওলানা মোঃ হোসেন।

সভা সঞ্চালনা করেন, সহকারী অধ্যাপক মোঃ কামরুজ্জামান সাধারণ সম্পাদক বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন চরফ্যাশন উপজেলা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন এদেশের মাদরাসা শিক্ষা তথা ইসলামি শিক্ষার অতন্দ্র প্রহরী। এদেশের মাদরাসার শিক্ষকরা এই ঐতিহ্যবাহী সংগঠনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন ও মহাসচিব আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা সাব্বির আহাম্মেদ মোমতাজীর নেতৃত্বে ঐক্যবদ্ধ বেসরকারি শিক্ষকদের এযাবৎকালে যা অর্জিত হয়েছে সবটুকু জমিয়াতুল মোদাররেছীনের মাধ্যমেই হয়েছে। সমাবেশে জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১:০৩:১৭   ১৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ইসলাম’র আরও খবর


খেলাফত পদ্ধতির সরকার কায়েম হলে মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে: ভোলায় মাও: হাবিবুল্লাহ মিয়াজি
কোরআন-সুন্নাহর আদর্শ ছাড়া আলেমদের জন্য রাজনীতি জায়েজ নেই’
পরিক্ষিত চোরের কাছ থেকে সুশাসন আশা করা বোকামি: ভোলায় গণসমাবেশে মুফতি ফয়জুল করিম
ভোলায় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় দ্বিতীয় হলেন তানযীমুল কোরআন মাদ্রাসার আবদুল্লাহ
আমরা আর কোন চোর-ডাকাত কে ক্ষমতায় দেখতে চাই না: ভোলায় অধ্যাপক আশ্রাফ আলী আকন
আলোচনা সভায় বক্তারা: ফিলিস্তিনিদের মুক্তির জন্য বৃহত্তম মুসলিম উম্মাহ গঠন করতে হবে
ভোলায় ইসলামী যুব আন্দোলনের তৃণমূল সম্মেলন অনুষ্ঠিত
ভোলায় খেলাফত মজলিসের জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত
প্রতিবিপ্লবের ষড়যন্ত করলে কঠিনভাবে প্রতিহত করা হবে: আল্লামা মামুনুল হক
রাজাপুরে ইসলামি আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত



আর্কাইভ