দৌলতখান প্রতিনিধি ॥
ভোলার দৌলতখানে জমিজমা বিরোধের জেরে আব্দুল জলিল (৪৫) নামে এক যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। উপজেলার চরপাতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রাড়ি বাড়ি এলাকায় এ ঘটন ঘটে। ওই যুবক বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
আহত আব্দুল জলিল জানান, তার বাড়ির মধ্য দিয়ে রাস্তা নির্মাণ করা নিয়ে সাব্বির মৃর্ধা ও তার ভাই লোকনের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে গত (২৭ ফেব্রুয়ারি) তাকে সাব্বির ও লোকন বে-ধরক মারধর করে। এতে সে গুরুতর আহত হন। বর্তমানে তিনি ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্য রঞ্জম খাসকেল বলেন, এ বিষয় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০:০০:২৮ ২৩৩ বার পঠিত