
স্টাফ রিপোর্টার ॥
জমজমাট আয়োজনে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার (৮ ফেব্রুয়ারি) বিদ্যালায়ের মাঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাবেকুন নাহার।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ, কে, এম ছালেহ উদ্দিন’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক হালদার, দৈনিক বাংলার কণ্ঠ পত্রিকার সম্পাদক এম. হাবিবুর রহমান, ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম। বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতা পর্বে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিরা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে আকর্ষণীয় উপহার তুলে দেন।

এসময় ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. খায়রুল ইসলাম, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা আফরোজা আক্তার, শারমিন জাহান, শাহনাজ পারভীন, সিনিয়র শিক্ষক মো: শাহজামাল, মুহাম্মদ জহিরুল ইসলাম, মো: ইসমাইল হোসেন শিকদার, মো: আব্দুর রহিমসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক’সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন, ইংরেজি শিক্ষক জান্নাতুল ফেরদাউস ইতি।
বাংলাদেশ সময়: ২৩:৫৪:১১ ২৫৮ বার পঠিত