চার বছর নিষিদ্ধ হতে যাচ্ছেন পল পগবা

প্রচ্ছদ » খেলা » চার বছর নিষিদ্ধ হতে যাচ্ছেন পল পগবা
শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩



---

স্পোটর্স ডেস্ক ॥

ফ্রান্সের জুভেন্টাস মিডফিল্ডার পল পগবার ড্রাগ কেলেঙ্কারির তদন্ত স¤পন্ন হয়েছে। এন্টি ডোপিং এজেন্সির কাছে আইনজীবীরা প্রতিবেদন জমা দিয়ে তাকে চার বছর নিষিদ্ধ করার সুপারিশ করেছে।

পল পগবা আইনজীবীদের প্রতিবেদনের বিরুদ্ধে কোন প্রতিবাদ করেননি। যার অর্থ তিনি ডোপ টেস্টে পজিটিভ হওয়ার বিষয়টি মেনে নিচ্ছেন। পগবা তাই সব ধরনের ফুটবল থেকে চার বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন। যা তার ক্যারিয়ার শেষ হওয়ার জন্য যথেষ্ট।

গত সেপ্টেম্বরে পগবা ডোপ টেস্টে পজিটিভ হন। তখন থেকেই তাকে সব ধরনের ফুটবলে নিষেধাজ্ঞা দিয়েছে এন্টি ডোপিং এজেন্সি। পগবা ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন চালিয়ে যাচ্ছে।

সাজা হবার পর তা কমাতে চাইলে পগবার আপিল করতে হবে এবং প্রমাণ করতে হবে যে, ইচ্ছাকৃত তিনি ডোপ নেননি বা পরামর্শ অনুযায়ী নেওয়া চিকিৎসায় ভুল ছিল। তবেই কমবে তার সাজা।

পগবার গত ২০ আগস্ট উদিনেসের বিপক্ষে ম্যাচের পর ডোপ টেস্ট করা হয়। রিপোর্টে আসে যে, তিনি টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির জন্য ওষুধ গ্রহণ করেছেন। যে কারণে সেপ্টেম্বরে তাকে নিষিদ্ধ করা হয় এবং তদন্ত শুরু করা হয়।

মিডফিল্ডার পল পগবা ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপ জিতেছেন। ওই দলের খুবই গুরুত্বপূর্ণ ফুটবলার ছিলেন তিনি। দুই মেয়াদে ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের হয়ে খেলেছেন তিনি। ফ্রান্স অনূর্ধ্ব-১৬ থেকে অনূর্ধ্ব-২০ হয়ে জাতীয় দলে ঢোকেন এই মিডফিল্ডার। লেস ব্লুজদের জার্সিতে খেলেছেন ৯১ ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৮:৩৩:০৭   ১০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
ভোলা ক্রিকেট একাডেমির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
৫১১ রানের টার্গেট তাড়ায় ৩৭-এ ৫ উইকেট হারাল বাংলাদেশ
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
শান্ত-মুশফিকের রেকর্ড জুটিতে দাপুটে জয় বাংলাদেশের
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু
ভোলায় ক্ষুদে ফুটবলারদের দেওয়া হল সংবর্ধনা
ভোলায় অগ্রণী ব্যাংকের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত



আর্কাইভ