ভোলায় সভাপতির স্বাক্ষর জাল করে সাড়ে ৩ লাখ টাকার বেতন তোলার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় সভাপতির স্বাক্ষর জাল করে সাড়ে ৩ লাখ টাকার বেতন তোলার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
বুধবার, ৯ নভেম্বর ২০২২



স্টাফ রিপোর্টার ॥
ভোলায় পদত্যাগকারী স্কুল ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর জাল করে শিক্ষকদের অক্টোবর মাসের সরকারি অংশের বেতন ৩ লাখ ৬৫ হাজার ৪৪২ টাকা রূপালী ব্যাংক (ভোলা কর্পোরেট শাখা) থেকে উত্তোলন করার অভিযোগ ওঠেছে জেলা সদরের আব্দুল মান্নান মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বুধবার ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ তুলে ধরেন ওই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতির পদ থেকে দুই মাস আগে পদত্যাগকারী জাকির হোসেন তালুকদার। তিনি জানান, তাকে না জানিয়ে ওই স্কুলের সভাপতি করেন প্রধান শিক্ষক। বিষয়টি জানার পর তিনি ২৩ সেপ্টেম্বর ২০২২ অপরাগতা প্রকাশ করে নিজে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে তার পদ ত্যাগ পত্র জমা দেন। যার স্মারক নং ৪৭৭৬। বোর্ড কর্তৃপক্ষ তা গ্রহণ করেন। এ অবস্থায় শিক্ষকদের অক্টোবর মাসের বেতন ভাতা উত্তোলনে তিনি স্বাক্ষর করতে পারেন না। নতুন সভাপতি নিয়োগ না হওয়া পর্যন্ত বিল বেতনে সাক্ষর করবেন জেলা প্রশাসক।

জাকির হোসেন আরো জানান, কোন ধরনের ওই বিল ফরমে ও রেজুলেশনে তিনি কোন প্রকার স্বাক্ষর না করলেও তার স্বাক্ষরে এ মাসের ৩ তারিখে  বিল ব্যাংকে জমা দেয়া হয়। ওই স্বাক্ষর জাল করা হয়েছে বলে তিনি দাবি করেন। এ ব্যাপারে ব্যাংক ম্যানেজার সৈয়দ আজাদ হোসেন, আমরা স্বাক্ষরসহ বিল ফরম পেলে তা গ্রহণ করেছি। সেই অনুযায়ী প্রত্যেক শিক্ষকের হিসাবে বেতনভাতা জমা পড়ে। প্রধান শিক্ষক আলাউদ্দিন রতন জানান, কোন স্বাক্ষর জাল করা হয় নি। পূর্বের সাক্ষর করা কাগজ দিয়ে বিল বেতন জমা দেয়া হয়। তিনি স্বীকার করেন জাকির হোসেন তালুকদার পদ ত্যাগ করার বিষয়টি। তবে তার সম্মতিতে সভাপতি করা হয়েছে। নতুন করে ম্যানেজিং কমিটির সভাপতি নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান। ওই স্কুলের সহকারী শিক্ষক সিদ্দিকুল্যাহসহ অন্যাণ্য শিক্ষকরা জানান, তারা সময় মত মাসিক বেতন পাবেন এটা তারা প্রত্যাশা করেন। তাদের বেতন ভাতা যাতে বন্ধ না হয় তার দাবিও জানান তারা।

বাংলাদেশ সময়: ২২:৪২:৫৬   ২৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভাইয়ের প্রতারণার শিকার হয়ে প্রতিবন্ধী উজ্জলের মানবেতর জীবন
সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
ভোলায় পোস্ট অফিসে আইসক্রিমের ব্যবসা
লালমোহনে আবাসনের ঘর জবর দখলের অভিযোগ
ভোলায় যাত্রীবাহী লঞ্চ থেকে ৮৫ মণ মাছ জব্দ
ঘুষ ছাড়া কাজ হয়না ভোলার বিএমইটি অফিসে॥ প্রতিদিন ঘুষের আয় প্রায় অর্ধলক্ষ টাকা!!
ভোলায় ফিল্মি স্টাইলা অপহরণ ॥ কতিপর উদ্ধার
ফুঁক দিয়েই সব সমস্যার সমাধান করেন ফরিদ!
প্রেমিকের সঙ্গে ‘বিয়ে’ রফাদফায় এসে কিশোর গ্যাংয়ের হাতে ধরা তরুণী, অতঃপর…
ভোলায় যৌতুকের মামলা দেওয়ায় স্ত্রীকে তালাক দিলো স্বামী ॥ শিশু সন্তান নিয়ে দুশ্চিতায় হাফছা



আর্কাইভ