ভোলা জেলা তথ্য অফিসের উদ্যোগে ‘এসো মুক্তিযুদ্ধের গল্পশুনি’ অনুষ্ঠিত

প্রচ্ছদ » জেলা » ভোলা জেলা তথ্য অফিসের উদ্যোগে ‘এসো মুক্তিযুদ্ধের গল্পশুনি’ অনুষ্ঠিত
বুধবার, ৯ নভেম্বর ২০২২



আজকের ভোলা রিপোর্ট ॥
বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নে গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রম বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)-এর আওতায় মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন, মুক্তিযুদ্ধের গল্প বলা ও কুইজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার (০৯ নভেম্বর) ভোলা জেলা তথ্য অফিসের উদ্যোগে মানিকা মাধ্যমিক বিদ্যালয় হলরুমে জেলা তথ্য অফিসার মো: নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধ মো: জুলফিকার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: রাসেল আহমেদ মিয়া, মানিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফারুক হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য মো: মনির হোসেন হাওলাদার। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

---

অনুষ্ঠানের শুরুতে জেলা তথ্য অফিসার মো: নুরুল আমিন স্বাগত বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ র্ব্যান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, ভিশন ২০৪১ এর লক্ষ্য ও অর্জনসমূহ এবং গুজব, সাম্প্রদায়িকতা, সরকার ও রাষ্ট্রবিরোধী অপপ্রচার, অপরাজনীতি প্রতিরোধ, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিংসহ ভোলা জেলার উন্নয়ন তুলেধরে বক্তব্য প্রদান করেন।
মুক্তিযুদ্ধের গল্প বলতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মো: জুলফিকার আলী ১৯৭১ সালে ভোলা জেলার কোথায় কিভাবে পাকিস্তানী পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখ সমরে যুদ্ধ করেছেন। পাক হানাদার বাহিনীকে কিভাবে পরাজিত করছেন, তাদের অস্ত্র দিয়ে কিভাবে তাদের হত্যা করেছেন। কিভাবে পাকিস্তানী বাহিনীর সাথে যুদ্ধ করতে গিয়ে তার সহযোদ্ধারা শহীদ হয়েছেন ইত্যাদি বিষয় তুলেধরে ঘন্টব্যাপী বক্তব্য প্রদান করেন।

বাংলাদেশ সময়: ২২:৪২:৩০   ৩৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় তীব্র তাপদাহে অস্থির জনজীবন
ছয় শতাধিক শিক্ষার্থীর পাঠদানে অনিশ্চয়তা
উপজেলা পরিষদ নির্বাচন: ভোলায় তিন উপজেলার ৩৮ প্রার্থীর সকলের মনোনয়নপত্র বৈধ
ভোলায় কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঘুষ ছাড়া কাজ হয়না ভোলার বিএমইটি অফিসে॥ প্রতিদিন ঘুষের আয় প্রায় অর্ধলক্ষ টাকা!!
আপনাদের আমানত ভাল পাত্রে জমা রাখবেন: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ মিয়া
ভোলায় ফিল্মি স্টাইলা অপহরণ ॥ কতিপর উদ্ধার
দৌলতখানে উপজেলা নির্বাচনে ১২ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
ভোলার ৩ উপজেলায় ৩৮ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
ভোলায় পিপি লাভু’র জানাজায় তোফায়েল আহমেদ: ভালো মানুষ কর্মে বেঁচে থাকেন



আর্কাইভ