ভোলায় স্বাস্থ্যবিধি অমান্য করায় ৪৮ জেল-জরিমানা

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় স্বাস্থ্যবিধি অমান্য করায় ৪৮ জেল-জরিমানা
বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১



আজকের ভোলা রিপোর্ট:

কঠোর বিধিনিষেধের মধ্যে স্বাস্থ্যবিধি  অমান্য এবং বিনা কারনে ঘোরাঘুরির অপরাধে ভোলায় ৪৮ জনের জেল-জরিমানা করেছে  ভ্রাম্যমান আদালত।

---

বৃহস্পবার (২৮ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত ৬ টি ভ্রাম্যমান আদালত এ জেল জরিমানা করা হয়। এরমধ্যে ভোলা সদরে ১৩ জনকে ১৮  হাজার ৫’শ টাকা জরিমানা এবং ১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড, দৌলতখানে ১০ জনকে ৮ হাজার ৪’শ টাকা জরিমানা এবং ৩ জনকে কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়া বোরহানউদ্দিনে ১৪ জনকে ১০ হাজার ২৫০টাকা, তজুমদ্দিনে এক জনকে ৫’শ টাকা এবং চরফ্যাশন উপজেলায় ৬ হনতে ১৭০০ টাতা জরিমানা করা হয়েছে।

এ নিয়ে জেলায় সর্বমোট ২ হাজার ৩৪২ জনকে ২০ লাখ ৮৭ হাজার টাকা জরিমানা এবং ১১৪  জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়।

১ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত জেলার সাত উপজেলায় ৩’শ টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে এবং মামলা হয়েছে ২ হাজার ৩১৭টি।

 ভ্রাম্যমান আদালতের নির্কাহী ম্যাজিষ্ট্রেট আকিব ওসমান এ তথ্য জানান। তিনি বলেন, ভোলা জেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞা/নির্দেশনা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত রয়েছে।

কঠোর  বিধিনিষেধের ৭ম দিনে শহরে জনসমাগম ঠেকাতে শক্ত অবস্থানে ছিলো প্রশাসন।  শহরের বিভিন্ন পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, র্যাব, নৌ বাহিনী, কোস্টগার্ড ও বিজিবিসহ আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যদের টহল দেখা গেছে।

স্বাস্থ্যবিধি লঙ্খন এবং বিনা কারনে ঘোরাফেরার কারনে জেল-জরিমান করে ভ্রাম্যমান আদালত।

এছাড়াও পুলিশের চেকপোস্ট রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৫৭:৪২   ৩২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভাইয়ের প্রতারণার শিকার হয়ে প্রতিবন্ধী উজ্জলের মানবেতর জীবন
সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
ভোলায় পোস্ট অফিসে আইসক্রিমের ব্যবসা
লালমোহনে আবাসনের ঘর জবর দখলের অভিযোগ
ভোলায় যাত্রীবাহী লঞ্চ থেকে ৮৫ মণ মাছ জব্দ
ঘুষ ছাড়া কাজ হয়না ভোলার বিএমইটি অফিসে॥ প্রতিদিন ঘুষের আয় প্রায় অর্ধলক্ষ টাকা!!
ভোলায় ফিল্মি স্টাইলা অপহরণ ॥ কতিপর উদ্ধার
ফুঁক দিয়েই সব সমস্যার সমাধান করেন ফরিদ!
প্রেমিকের সঙ্গে ‘বিয়ে’ রফাদফায় এসে কিশোর গ্যাংয়ের হাতে ধরা তরুণী, অতঃপর…
ভোলায় যৌতুকের মামলা দেওয়ায় স্ত্রীকে তালাক দিলো স্বামী ॥ শিশু সন্তান নিয়ে দুশ্চিতায় হাফছা



আর্কাইভ