ভোলায় স্বাস্থ্যবিধি অমান্য করায় ৪৮ জেল-জরিমানা

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় স্বাস্থ্যবিধি অমান্য করায় ৪৮ জেল-জরিমানা
বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১



আজকের ভোলা রিপোর্ট:

কঠোর বিধিনিষেধের মধ্যে স্বাস্থ্যবিধি  অমান্য এবং বিনা কারনে ঘোরাঘুরির অপরাধে ভোলায় ৪৮ জনের জেল-জরিমানা করেছে  ভ্রাম্যমান আদালত।

---

বৃহস্পবার (২৮ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত ৬ টি ভ্রাম্যমান আদালত এ জেল জরিমানা করা হয়। এরমধ্যে ভোলা সদরে ১৩ জনকে ১৮  হাজার ৫’শ টাকা জরিমানা এবং ১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড, দৌলতখানে ১০ জনকে ৮ হাজার ৪’শ টাকা জরিমানা এবং ৩ জনকে কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়া বোরহানউদ্দিনে ১৪ জনকে ১০ হাজার ২৫০টাকা, তজুমদ্দিনে এক জনকে ৫’শ টাকা এবং চরফ্যাশন উপজেলায় ৬ হনতে ১৭০০ টাতা জরিমানা করা হয়েছে।

এ নিয়ে জেলায় সর্বমোট ২ হাজার ৩৪২ জনকে ২০ লাখ ৮৭ হাজার টাকা জরিমানা এবং ১১৪  জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়।

১ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত জেলার সাত উপজেলায় ৩’শ টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে এবং মামলা হয়েছে ২ হাজার ৩১৭টি।

 ভ্রাম্যমান আদালতের নির্কাহী ম্যাজিষ্ট্রেট আকিব ওসমান এ তথ্য জানান। তিনি বলেন, ভোলা জেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞা/নির্দেশনা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত রয়েছে।

কঠোর  বিধিনিষেধের ৭ম দিনে শহরে জনসমাগম ঠেকাতে শক্ত অবস্থানে ছিলো প্রশাসন।  শহরের বিভিন্ন পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, র্যাব, নৌ বাহিনী, কোস্টগার্ড ও বিজিবিসহ আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যদের টহল দেখা গেছে।

স্বাস্থ্যবিধি লঙ্খন এবং বিনা কারনে ঘোরাফেরার কারনে জেল-জরিমান করে ভ্রাম্যমান আদালত।

এছাড়াও পুলিশের চেকপোস্ট রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৫৭:৪২   ৩২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরফ্যাশনে অন্যের জমি দখলে নেওয়ার অভিযোগ সাবেক ইউপি চেয়ারম্যান রাসেলের বিরুদ্ধে
বাপ্তায় জমি সংক্রান্ত বিরোধে এতিম সন্তানের উপর হামলা
‘টাকা পেলেই ভাতা করার দায়িত্ব নেন দফাদার’
চরফ্যাসনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ভোলায় ১ হাজার পিচ ইয়াবাসহ আটক ১
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ॥ আহত-৩০
ভোলায় অন্যের ভোগদখলীয় জমির গাছ কেটে দখলের চেষ্টা
পুলিশ চাকরির লোভ দেখিয়ে প্রতারণা, অবশেষে আটক
তারা কখনো জিন বাবা- কুফরি বাবা, আবার কখনো কালী বাবা
পশ্চিম ইলিশায় অন্যের কবরস্থানে জেলা পরিষদের নেমপ্লেট লাগিয়ে অর্থ আত্মসাতের চেষ্টা : বাধা দেয়ায় ১জনকে পিটিয়ে জখম



আর্কাইভ