পর্যটন শিল্প নগরী হচ্ছে ভোলায়

প্রচ্ছদ » জেলা » পর্যটন শিল্প নগরী হচ্ছে ভোলায়
শুক্রবার, ১৪ জুলাই ২০১৭



---
শিমুল চৌধুরী ॥
পর্যটন শিল্প নগরী হচ্ছে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায়। সম্ভামনাময় এ জেলার সর্ব দক্ষিণের উপজেলা চরফ্যাশনের চর কুকরি-মুকরিতে গড়ে তোলা হবে আকর্ষনীয় পর্যটন কেন্দ্র। বঙ্গোপসাগরের কুল ঘেষে অবস্থিত কুকরি-মুকরিতে ইতিমধ্যেই গড়ে ওঠেছে সুইমিন পুল ও হেলিপ্যাডসহ আন্তর্জাতিক মানের রেস্টহাউস। নির্মান করা হয়েছে বার্ড টাওয়ার ও ওয়াস টাওয়ার। সেখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলার লক্ষে আরো একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এ ছাড়া একই উপজেলার ঢালচরে গড়ে উঠবে আকর্ষনীয় সমুদ্র সৈকত। যেখানে একইসঙ্গে সুর্যাস্ত ও সুর্যোদয়ের দৃশ্য দেখা যাবে। ভোলায় রয়েছে পর্যাপ্ত প্রাকৃতিক শাহবাজপুর গ্যাস। এ গ্যাস কাজে লাগিয়ে ভোলাকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলে বিশ্বের দরবারে পরিচিতি করা সম্ভব। শুক্রবার (১৪ জুলাই) ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন বক্তারা।
জেলা ব্র্যান্ডিং বিষয়ক দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এটু আই প্রোগাম ই সার্ভিসের পরিচালক (যুগ্ম সচিব) ড. আব্দুল মান্নান। জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে আরো বক্তৃতা করেন প্রকল্পের সহকারি সচিব শিরিন সবনম, মোঃ মামুনুর রশিদ ভূইয়া, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুব্রত কুমার সিকদার প্রমূখ। কর্মশালায় বিভিন্ন উপজেলার ইউএনও, জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও রাজনীতিবীদ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা আরো বলেন, ভোলা হচ্ছে একটি অপার সম্ভবাবনাময় জেলা। জেলার চরফ্যাশন উপজেলার চর কুকরি-মুকরি ইউনিয়নে গড়ে উঠতে পারে আকর্ষনীয় পর্যটন কেন্দ্র।
এ ব্যাপারে কুকরি-মুকরি ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসেম মঞ্জু বলেন, চর কুকরি-মুরিতে ইতিমধ্যেই প্রায় দশ কোটি টাকা ব্যয়ে গড়ে ওঠেছে সুইমিন পুল ও হেলিপ্যাডসহ আন্তর্জাতিক মানের রেস্টহাউস। নির্মান করা হয়েছে বার্ড টাওয়ার ও ওয়াস টাওয়ার। বন বিভাগের তত্বাবধানে সেখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলার লক্ষে আরো একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
এ ব্যাপারে বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিয়া শুক্রবার বিকেলে বলেন, পর্যটকদের আরো আকর্ষনীয় করার জন্য কুকরি-মুরিতে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প এখন অনুমোদনের অপেক্ষায়। খুব শিগগিরই ওই প্রকল্পটি অনুমোদন হলে সেখানে ওয়াস টাওয়ার, জেটি, হরিণ ও পাখিদের অভয়াশ্রম এবং বিনোদনের ব্যবস্থা করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পর্যটকরা কুকরি-মুরিতে এসে মুগ্ধ হবেন। এ ছাড়া এখানে সব সময় বিভিন্ন প্রকারের পাখির কলতানে মুখরিত থাকে। যা পর্যটকদের সহজেই আকৃষ্ট করতে পারে।
জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু বলেন, চরফ্যাশন উপজেলার ঢালচরের বঙ্গোপসাগরের তীরে গড়ে উঠতে পারে আকর্ষনীয় সমুদ্র সৈকত। যেখানে একইসঙ্গে সুর্যাস্ত ও সুর্যোদয়ের দৃশ্য দেখা যাবে।
জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন বলেন, ভোলায় রয়েছে পর্যাপ্ত প্রাকৃতিক শাহবাজপুর গ্যাস। এ গ্যাস কাজে লাগিয়ে ভোলাকে পর্যটনশিল্প গড়ে তোলা সম্ভব।
প্রধানমন্ত্রী কার্যালয়ের এটু আই প্রোগাম ই সার্ভিসের পরিচালক (যুগ্ম সচিব) ড. আব্দুল মান্নান বলেন, ভোলা একটি অপার সম্ভাবনাময় পর্যটন শিল্পনগরী জেলা। এ জেলাকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলে বিশ্বের দরবারে পরিচিতি করা সম্ভব।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:১৯   ৭০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় সাংবাদিকদের নিয়ে এলজিইডির জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন: প্রচারনাকালে প্রার্থীর ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর, আহত-৪
মানুষের শান্তি নষ্ট করে সন্ত্রাসী ও জলদস্যু দিয়ে ভোট নেয়া যাবেনা: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ
ভোলায় আইডিইবি’র দাবি বাস্তবায়নে সংবাদ সম্মেলন
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
বিজয়ী হলে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো: মোশারেফ হোসেন
মটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
ভোলা পৌরশহর ও বাজারে নেই পাবলিক টয়লেট ॥ জনগনের ভোগান্তি চরমে
মেঘনা-তেঁতুলিয়ায় বাগদার রেণু শিকারের মহোৎসব
শিক্ষা বিমুখ জেলেপল্লীর অধিকাংশ শিশু, জড়াচ্ছে বাপ-দাদার পেশায়



আর্কাইভ