চরফ্যাশনে লেতরা খালের উপর ব্রিজ নির্মাণের দাবী

প্রচ্ছদ » প্রধান সংবাদ » চরফ্যাশনে লেতরা খালের উপর ব্রিজ নির্মাণের দাবী
বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯




চরফ্যাশন প্রতিনিধি॥

চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার লেতরা খালের উপর একটি ব্রিজ নির্মাণের দাবী জানিয়েছেন এলাকাবাসী। বৃহস্পতিবার ভোলা জেলা প্রশাসকের কাছে দেয়া এক লিখিত আবেদন তারা এই দাবী জানান। এলাকাবাসীর পক্ষে মো.আবুল কাশেম স্বাক্ষরিত লিখিত আবেদনে উল্লেখ করেন, শশীভূষণ থানার দক্ষিণ পাশে এওয়াজপুর গামী বটতলা সড়ক  এবং রসুলপুর থেকে আসা সড়কের মধ্যবর্তী লেতরা খালটি এওয়াজপুর এবং রসুলপুরের  জনসাধারনের যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছে। একারনে এওয়াজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড এবং রসুলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের জনসাধারনকে দীর্ঘ পথ ঘুরে শশী ভূষণ থানা সদরে যেতে হয়। এতে তাদের অর্থ এবং সময় নষ্ট হচ্ছে। এ সড়কে লেতরা খালটির উপর একটি ব্রিজ নির্মিত হলে জনসাধারন অল্প সময়ে শশীভূষণ থানা সদরে যেতে পারবে।

এলাকাবাসীরা জানান, এ সড়কে লেতরা খালটির উপর একটি ব্রিজ নির্মিত হলে একদিকে যেমন জনসাধারন অল্প সময়ে শশীভূষণ থানা সদরে যেতে পারবে অন্যদিকে দুই ইউনিয়নের জনসাধারনের যোগাযোগের সেতুবন্ধন তৈরী হবে। এজন্য তারা একটি ব্রিজ নির্মানের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

ভোলা জেলা প্রশাসক মো.মাসুদ আলম সিদ্দিক মোবাইল ফোনে জানান, আবেদন পেয়েছি। এ ব্যাপারে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩:০৬:৩৬   ৪২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলায় সাংবাদিকদের নিয়ে এলজিইডির জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন: প্রচারনাকালে প্রার্থীর ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর, আহত-৪
মানুষের শান্তি নষ্ট করে সন্ত্রাসী ও জলদস্যু দিয়ে ভোট নেয়া যাবেনা: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ
ভোলায় আইডিইবি’র দাবি বাস্তবায়নে সংবাদ সম্মেলন
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
বিজয়ী হলে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো: মোশারেফ হোসেন
মটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
ভোলা পৌরশহর ও বাজারে নেই পাবলিক টয়লেট ॥ জনগনের ভোগান্তি চরমে
মেঘনা-তেঁতুলিয়ায় বাগদার রেণু শিকারের মহোৎসব
শিক্ষা বিমুখ জেলেপল্লীর অধিকাংশ শিশু, জড়াচ্ছে বাপ-দাদার পেশায়



আর্কাইভ