বোরহানউদ্দিনে মামলার আসামীকে নির্যাতন করে পুলিশে সোপর্দ করার অভিযোগ

প্রচ্ছদ » বোরহানউদ্দিন » বোরহানউদ্দিনে মামলার আসামীকে নির্যাতন করে পুলিশে সোপর্দ করার অভিযোগ
শনিবার, ১ জুলাই ২০১৭



---
স্টাফ রিপোর্টার ॥

ভোলার বোরহানউদ্দিনে বাদি পক্ষের লোকজনের বিরুদ্ধে মামলার আসামীকে অমানুষিক নির্যাতন করে শনিবার সকালে পুলিশে সোপর্দ করেছে বলে অভিযোগ ওঠেছে। ওই আসামী উপজেলার কুতুবা ইউপির ১২ নম্বর দক্ষিণ ছোট মানিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক মোঃ জাফর।
মামলা ও অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৪ ডিসেম্বর সকাল ৭টার দিকে বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের দেউলা খালের উত্তর পাড়ে জাল ছেড়াকে কেন্দ্র করে মালবাহী কার্গোর লোকজন ও স্থানীয় জেলেদের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এতে লালমিয়া নামের এক ব্যক্তি হাসপাতালে মারা যান। ওই ঘটনায় গত ২৫ ডিসেম্বর নিহতের স্ত্রী পরভিন বেগম বাদি হয়ে বোরহানউদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। প্রায় তিন মাস পর মামলাটি থানা থেকে সি.আই.ডিতে হস্তান্তর করা হয়। এদিকে জাফরের বাবা রাজ্জাক ফকির অভিযোগ করেন, তার ছেলে জাফর ঈদের ছুটি শেষে বিদ্যালয়ে যোগদান করার পর অফিসের কাজে সকাল সাড়ে ৮টার দিকে বিদ্যালয় থেকে বের হলে মামলার বাদিপক্ষের লোকজন ও স্বাক্ষীরা তাকে মারধর করে তাদের বাড়িতে তুলে নিয়ে যায়।
জাফরের স্ত্রী মুক্তা বেগম অভিযোগ করেন, বাড়িতে নিয়ে নির্যাতন চালানোর সময় তারা বাঁচাতে গেলে তাদের ধাওয়া করে বাদিপক্ষের লোকজন। প্রায় ঘন্টাব্যাপী অমানুষিক নির্যাতন করে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নিজেরাই থানায় পুলিশের কাছে সোপর্দ করেন।
বাদির ভাসুর রহিম অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা কোন মারধর করিনি। বোরহানউদ্দিন থানার ওসি অসীম কুমার সিকদার জানান, মামলা সি.আই.ডির হাতে থাকায় বাদিপক্ষের লোকজন এসে আসামীকে থানায় দিয়ে যায়। মারধরের ব্যাপারে তিনি কিছুই জানেননা। মামলা তদান্তকারী কর্মকর্তা সি.আই.ডির এস.আই জাফর ইকবাল বলেন, মারধরের ঘটনা সে জানেননা।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:৫৯   ২২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বোরহানউদ্দিন’র আরও খবর


পুনরায় জনগণের সেবা করার সুযোগ চান প্রার্থী মাহফুজা ইয়াছমিন
শ্রেষ্ঠ ওসি বোরহানউদ্দিন থানার শাহিন ফকির
পুলিশ চাকরির লোভ দেখিয়ে প্রতারণা, অবশেষে আটক
তারা কখনো জিন বাবা- কুফরি বাবা, আবার কখনো কালী বাবা
কাঁচের চুড়ি তৈরিতে ব্যস্ত বোরহানউদ্দিনের শ্রমিকরা
তীব্র তাপদাহে পথচারীকে শরবত খাওয়ালেন বোরহানউদ্দিন মানবিক টিম
বোরহানউদ্দিনে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে অবহিতকরণ সভা
খাবার পানি ও স্যালাইন বিতরণ বোরহানউদ্দিন থানা পুলিশের
বোরহানউদ্দিনে সাবেক সেনা কর্মকর্তা মোঃ আবু তাহের মিয়ার জানাযা ও দাফন সম্পন্ন
বিধবা নারীকে ঘর করে দিয়ে পাশে দাড়ালেন সমাজসেবক রাজিব হায়দার



আর্কাইভ