তারা কখনো জিন বাবা- কুফরি বাবা, আবার কখনো কালী বাবা

প্রচ্ছদ » অপরাধ » তারা কখনো জিন বাবা- কুফরি বাবা, আবার কখনো কালী বাবা
শনিবার, ৪ মে ২০২৪



---

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥

ভোলার বোরহানউদ্দিনে অভিযান চালিয়ে ৩ জিনের বাদশাকে গ্রেফতার করেছে পুলিশ। এ চক্রটি দীর্ঘদিন থেকে জিন বাবা, আলী বাবা, কুফরি বাবা ও কালী বাবাসহ জিনের বাদশা পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল।

মঙ্গলবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাচিয়া ইউনিয়নের পদ্মামনসা এলাকা থেকে এসআই মো. মনির হোসেন, মো. সুজন ফকির, এএসআই মেহেদীসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- মো. ফয়সাল (২৫), মো. রাকিব জমাদ্দার (২৪), মো. বাহাদুর পাটোয়ারী (২৬)।

পুলিশ জানান, এ চক্রটি দীর্ঘদিন থেকে জিন বাবা, আলী বাবা, কুফরি বাবা ও কালী বাবাসহ জিনের বাদশা পরিচয়ে ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন স্থানে মোবাইল নম্বরসহ বিজ্ঞাপন দেয়। ওই বিজ্ঞাপনে সব সমস্যার সমাধান করা হয় বলে প্রচারণা চালায় চক্রটি। প্রতারক চক্রের মোবাইল নম্বরে ফোন দিলেই প্রতারণার শিকার হন সাধারণ মানুষ। প্রথমে জিন-ভুতকে আসরে আনতে ৫শ থেকে ৫ হাজার টাকা বিকাশে আনেন প্রতারক চক্রটি।

এরপর জিন-ভুত আসছে বলে মোবাইল প্রযুক্তির মাধ্যমে কণ্ঠ পরিবর্তন করে তাদের খাওয়ানোর কথা বলে অর্থ হাতিয়ে নেয়। পর্যায়ক্রমে ছলেবলে স্বর্ণের পাতিলসহ নানা দামি জিনিসপত্র দেওয়ার প্রলোভন দেখিয়ে সর্বস্বান্ত করে দেয় সাধারণ লোকজনকে।

পুলিশ জানায়, কাচিয়া ইউনিয়নের প্রায় ৫ শতাধিক প্রতারক চক্র রয়েছে। তাদের প্রথম টার্গেট হচ্ছে প্রবাসীরা।

বোরহানউদ্দিন থানার ওসি মো. শাহীন ফকির জানান, জিন প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৩০:৫৪   ১২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


বোরাহানউদ্দিনে চাঁদা বাজিতে বাধা দেওয়ায় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পশ্চিম ইলিশায় বশতঘর ভাংচুর অগ্নিসংযোগ
ভোলায় গ্রাহকের চাহিদা অনুযায়ী টাকা না দেওয়ায় ন্যাশনাল ব্যাংক কর্মকর্তাদের উপর হামলা আহত ৩, আটক-২
মেঘনার জলদস্যু আলতু মাতাব্বরের বিরুদ্ধে রাজাপুরের চর রামমোহন দখল চেষ্টা ও কৃষকদের মারধরের অভিযোগ
বোরহানউদ্দিনে জ্বীনের বাদশাকে জিম্মি করে ছাত্রদল নেতার মুক্তিপণ দাবি, গ্রেফতার ২
বোরহানউদ্দিনে স্বামীকে পরকীয়া প্রেম থেকে ফেরাতে না পেরে প্রাণ দিলেন স্ত্রী
বোরহানউদ্দিনে রাতের আঁধারে ইরিগেশন পাম্প ড্রেনেজ ভাঙচুর চিন্তার ভাঁজ কৃষকের কপালে
মেঘনায় যৌথ অভিযানে তিন লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ
ভোলায় ৪০০ মণ জাটকা জব্দ
বোরহানউদ্দিনে পুলিশের উপর হামলা আরো ২ আসামি গ্রেফতার



আর্কাইভ