তারা কখনো জিন বাবা- কুফরি বাবা, আবার কখনো কালী বাবা

প্রচ্ছদ » অপরাধ » তারা কখনো জিন বাবা- কুফরি বাবা, আবার কখনো কালী বাবা
শনিবার, ৪ মে ২০২৪



---

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥

ভোলার বোরহানউদ্দিনে অভিযান চালিয়ে ৩ জিনের বাদশাকে গ্রেফতার করেছে পুলিশ। এ চক্রটি দীর্ঘদিন থেকে জিন বাবা, আলী বাবা, কুফরি বাবা ও কালী বাবাসহ জিনের বাদশা পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল।

মঙ্গলবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাচিয়া ইউনিয়নের পদ্মামনসা এলাকা থেকে এসআই মো. মনির হোসেন, মো. সুজন ফকির, এএসআই মেহেদীসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- মো. ফয়সাল (২৫), মো. রাকিব জমাদ্দার (২৪), মো. বাহাদুর পাটোয়ারী (২৬)।

পুলিশ জানান, এ চক্রটি দীর্ঘদিন থেকে জিন বাবা, আলী বাবা, কুফরি বাবা ও কালী বাবাসহ জিনের বাদশা পরিচয়ে ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন স্থানে মোবাইল নম্বরসহ বিজ্ঞাপন দেয়। ওই বিজ্ঞাপনে সব সমস্যার সমাধান করা হয় বলে প্রচারণা চালায় চক্রটি। প্রতারক চক্রের মোবাইল নম্বরে ফোন দিলেই প্রতারণার শিকার হন সাধারণ মানুষ। প্রথমে জিন-ভুতকে আসরে আনতে ৫শ থেকে ৫ হাজার টাকা বিকাশে আনেন প্রতারক চক্রটি।

এরপর জিন-ভুত আসছে বলে মোবাইল প্রযুক্তির মাধ্যমে কণ্ঠ পরিবর্তন করে তাদের খাওয়ানোর কথা বলে অর্থ হাতিয়ে নেয়। পর্যায়ক্রমে ছলেবলে স্বর্ণের পাতিলসহ নানা দামি জিনিসপত্র দেওয়ার প্রলোভন দেখিয়ে সর্বস্বান্ত করে দেয় সাধারণ লোকজনকে।

পুলিশ জানায়, কাচিয়া ইউনিয়নের প্রায় ৫ শতাধিক প্রতারক চক্র রয়েছে। তাদের প্রথম টার্গেট হচ্ছে প্রবাসীরা।

বোরহানউদ্দিন থানার ওসি মো. শাহীন ফকির জানান, জিন প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৩০:৫৪   ৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ৫টি চাই ধ্বংস
ভোলায় দুই মাদক কারবারীকে সাজা
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক
ওমরাহ পাঠানোর নামে হাজী কামালের প্রতারণা
চরফ্যাশনে ভূমিদস্যু মুছার নেতৃত্বে নারী ও শিশুর ওপর সন্ত্রাসী হামলা
লালমোহনে জমি দখলের জন্য মালিকের উপর হামলার অভিযোগ
দালালদের খপ্পড়ে পড়ে নিঃস্ব জীবন ॥ চরফ্যাশন উপজেলার পাচঁ প্রবাসীর আর্তনাদ!
সৎ মায়ের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন
চরফ্যাশনে ব্যবসায়ীকে হাত পা বেধেঁ মারধরের অভিযোগ
লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর উত্তোলনের অভিযোগ



আর্কাইভ