দৌলতখানে ইউপি নির্বাচনের জেরধরে আ’লীগ নেতাকে কুপিয়ে জখম

প্রচ্ছদ » দৌলতখান » দৌলতখানে ইউপি নির্বাচনের জেরধরে আ’লীগ নেতাকে কুপিয়ে জখম
শনিবার, ১ জুলাই ২০১৭



---
স্টাফ রিপোর্টার ॥

ভোলার দৌলতখান উপজেলায় গত ১৬ মে অনুষ্ঠিত সৈয়দপুর ইউনিয়ন পরিষদ নির্বচনকে কেন্দ্র করে তছলিম তালুকদারকে কুপিয়ে জখম করেছে ওই ইউনিয়নের সাবেক মেম্বার মেজবাহ উদ্দিন জণ্টু ও তার লোকজন। নির্বাচনে বর্তমান মেম্বার রাশেদ এর পক্ষে কাজ করায় এ হামলা করেছে বলে অভিযোগ করেন তছলিম তালুকদার। গত শনিবার রাত ১১টায় ইউনিয়নের ৭নং ওয়ার্ড গাছি বাড়ির দরজায় এ হামলার ঘটনা ঘটে। তছলিম তালুকদার বর্তমানে ভোলার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় দৌলতখান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ মামলার আসামী নুরুদ্দিন ও ইউছুফকে আটক করেছে।
আহত তছলিম তালুকদার জানান, শনিবার রাত ১১টার সময় স্থানীয় ঘোষেরহাট বাজার থেকে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে গাছি বাড়ির দরজায় আসলে জন্টু মেম্বার ও জসিম গাছীসহ ১০/১৫ জন মিলে তার গতিরোধ করে। তাদের কাছে গতি রোধের কারন জানতে চাইলে জন্টু মেম্বার ও তার লোকজন তছলিম তালুকদারের উপর অতর্কিত হামলা করে। এক পর্যায়ে তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরতর জখম করে। পরে রাস্তা দিয়ে যাওয়ার সময় এক অটো চালক তাকে উদ্ধার করে তার বাড়ির লোকজনকে খবর দেয়। তারা এসে তছলিমকে প্রথমে দৌলতখান হাসপাতালে ভর্তি করে। অবস্থা খারাপ দেখে দৌলতখান হাসপাতাল থেকে তাকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়। দা’র কোপে তার মাথা, বাম হাত ও দুই পায়ের হাটুর নিচে গুরুতর জখম হয়।
তিনি আরও জানান, এ ঘটানয় সৌরভ, জসিম গাছী, নুরুদ্দিন, মনির, মোঃ মঞ্জুর, মোঃ ইউছুফ, ফয়সাল, হাসনাইন ও দুলাল গাছীসহ অজ্ঞাতনামা আরও ৪/৫জনকে আসামী করে দৌলতখান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ০৯। এর মধ্যে নুরুদ্দিন ও ইউছুফকে আটক করেছে দৌলতখান থানা পুলিশ।
এ ব্যাপারে অভিযুক্ত জন্টু মেম্বার অভিযোগ অস্বিকার করে বলেন, আমি এব্যাপারে কিছুই জানি না। আমি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ ব্যাপারে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) এনায়েত হোসেন জানান, এঘটনায় একটি মামলা দায়ের করেছে। এর মধ্যে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:০৩   ২২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দৌলতখান’র আরও খবর


নেয়ামতপুর চরে ভূমি মালিকদের উপর ভূমিদস্যুদের হামলা ॥ গুরুতর আহত ২৫
মিথ্যা মামলা থেকে অব্যাহতির দৌলতখানে দাবিতে মানববন্ধন
দৌলতখানে ইস্তিস্কার নামাজ আদায়, বৃষ্টির জন্য প্রার্থনা
দৌলতখানে সর্বজনীন পেনশন স্কীম বাস্তবায়নে সমন্বয় সভা
দৌলতখানে উপজেলা নির্বাচনে ১২ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
দৌলতখানে রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন
দৌলতখানে বিএনপি নেতার ইফতার
প্রতিপক্ষের হামলায় দাঁত হারালেন কৃষক
রাসূল (সাঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দৌলতখানে বিক্ষোভ মিছিল
দৌলতখানে অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই উৎপাদন, কারখানার জরিমানা



আর্কাইভ