
স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি ফেরানোর দাবীতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করেছে ভোলা জেলা ছাত্রলীগ। মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ১২টায় ভোলা সরকারি কলেজের সামনে, জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ ও সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ হিমেলের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম ইভান, ভোলা সদর উপজেলা সহ-সভাপতি মো. আরিফ, সাবেক ভোলা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি খাইরুল ইসলাম তুহিন, কলেজ ছাত্রলীগ নেতা আরমান আহসান ও ইব্রাহিম খলিল রাখানসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বুয়েট প্রশাসন কতৃক গৃহীত অসাংবিধানিক, মৌলিক অধিকার পরিপন্থী শিক্ষাবিরোধী সিদ্ধান্ত পরিবর্তন করে বুয়েট ক্যা¤পাসে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি চালু রাখার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ২৩:১৫:৩৪ ১৮৩ বার পঠিত