মুখে গামছা বেঁধে সিসিটিভি বন্ধ করেও রক্ষা পেল না চোর

প্রচ্ছদ » অপরাধ » মুখে গামছা বেঁধে সিসিটিভি বন্ধ করেও রক্ষা পেল না চোর
মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪



---

চরফ্যাশন প্রতিনিধি ॥

চরফ্যাশনে মুখে গামছা বেঁধে দোকানে ঢুকে সিসিটিভি বন্ধ করেও রক্ষা পেল না চোর। সিসিটিভি বন্ধ করার আগেই রেকর্ড হয়েছিল চোরের কর্মকা-। শনিবার রাতে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজারে মেসার্স আলহামদুলিল্লাহ সুইটস অ্যান্ড রেস্টুরেন্টে চুরির ঘটনা ঘটে। এতে দোকান মালিকের দাবি দোকানের ক্যাশে থাকা নগদ ৩ লাখ ২০ হাজার টাকা নিয়ে যায় ওই চোর।

সিসিটিভি ফুটেজ দেখে চোরের পরিচয় পাওয়া যায় তিনি একই ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও বোরাকচালক মোজুয়েল। তিনি চেয়ারম্যান বাজার টু চরফ্যাশন সড়কের বোরাকচালক।

দোকান মালিক সাদ্দাম হাওলাদার জানান, শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার কিছুক্ষণ পরেই এই চুরির ঘটনা ঘটেছে।

আজ সকালে দোকানে এসে মালামাল এলোমেলো এবং ক্যাশ বাক্সটি কেবিনের মধ্যে পড়ে থাকতে দেখে সিসিটিভি ফুটেজ দেখি। সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত ৯টা ২৮ মিনিটে দোকানের পিছনের জানালা দিয়ে বিতরে প্রবেশ করেন চোর। এ সময় চোরকে ¯পষ্ট দেখতে পাই এবং চিনতেও পারি। ওই চোর দোকানে ঢুকে প্রথমে গায়ের শার্ট খুলে, মুখে গামছা বেঁধে ক্যাশ কাউন্টারের কাছে এসে সিসিটিভি বন্ধ করেন চোর। এরপর আর কিছু দেখা যায়নি। এ সময় দোকানে থাকা নগদ ৩ লাখ ২০ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ দোকান মালিকের।

শশীভূষণ থানার ওসি এনামুল হক জানান, দোকানে চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১:২০:৪৮   ১৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় চাঁদাবাজীর প্রতিবাদ করায় হামলার শিকার স্থানীয় সেচ্ছাসেবক দল নেতা
জমি নিয়ে দ্বন্দ্ব, দেবরের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলায় ফেঁসে গেলেন ভাবি
চরফ্যাশনে প্রবাসীর বাড়ি নির্মাণ কাজে হয়রানির অভিযোগ
ভোলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক ৬
ভোলায় ২ মন নিষিদ্ধ পলিথিন, শপিং ব্যাগ জব্দ
চরসামাইয়ায় শিক্ষকের মার্কেট দখল করেছে আ’লীগ নেতা
রাজাপুরে ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই
পাওনা টাকা চাওয়ায় চা দোকান ব্যবসায়ীকে ছুরির আঘাত
গুলশান থেকে গ্রেফতার ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য জ্যাকব
ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ১৫ জন আটক



আর্কাইভ