জিনের বাদশা সেজে প্রবাসীদের স্ত্রীর সঙ্গে ধোঁকাবাজি

প্রচ্ছদ » অপরাধ » জিনের বাদশা সেজে প্রবাসীদের স্ত্রীর সঙ্গে ধোঁকাবাজি
রবিবার, ২৪ মার্চ ২০২৪



---

চরফ্যাশন প্রতিনিধি ॥

চরফ্যাশনের শরীফপাড়া স্টিলের ব্রিজের কাছ থেকে মো. ফখরুল (৩০) নামে এক জিনের বাদশাকে আটক করেছে পুলিশ। শুক্রবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। তার বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নে। তিনি টবগী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সিদ্দিক হাওলাদারের ছেলে।

স্থানীয় ও থানার মামলা সূত্রে জানা গেছে, প্রবাসীদের স্ত্রী এবং সহজ-সরল সাধারণ মানুষের কাছে জিনের বাদশা সেজে মোবাইল ফোনে কথা বলে প্রতারণা করে চরফ্যাশন থেকে বেশ কিছু টাকা হাতিয়ে নিয়েছেন ফখরুল।

সর্বশেষ উপজেলার চর আফজাল গ্রামের লিপি আক্তারের কাছে ফখরুল লোভ দেখিয়ে টাকা চান। বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে স্টিলের ব্রিজের কাছ থেকে তাকে আটক করে জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।

ফখরুল বলেন, ১০ জনের সঙ্গে কথা বললে একজন না একজন আমাদের ধোঁকায় পড়ে যায়। আমরা যে টাকা পাই সেই টাকা দিয়ে আমাদের সংসার চলে।

চরফ্যাশন থানার এসআই বেলাল ও এসআই বাসু দেব বলেন, প্রতারক চক্র বিভিন্ন কৌশল খাটিয়ে সাধারণ মানুষকে ঠকাচ্ছে। এদের কাছ থেকে সাবধান থাকতে হবে।

ওসি শাখাওয়াত হোসেন বলেন, ফখরুল জিনের বাদশা সেজে অনেক মানুষের সঙ্গে প্রতারণা করে বহু টাকা হাতিয়ে নিয়েছে। আমাদের কাছে অভিযোগ থাকলেও আমরা অবশেষে সেই জিনের বাদশা দলের একজনকে আটক করে জেলহাজতে পাঠিয়েছি। তবে এই দলের আরও সদস্য রয়েছেন। তাদের আটকের চেষ্টা চলছে। জনগণকে এ ধরনের প্রতারক থেকে সাবধান থাকতে হবে।

বাংলাদেশ সময়: ০:৫২:০২   ৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভাইয়ের প্রতারণার শিকার হয়ে প্রতিবন্ধী উজ্জলের মানবেতর জীবন
সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
ভোলায় পোস্ট অফিসে আইসক্রিমের ব্যবসা
লালমোহনে আবাসনের ঘর জবর দখলের অভিযোগ
ভোলায় যাত্রীবাহী লঞ্চ থেকে ৮৫ মণ মাছ জব্দ
ঘুষ ছাড়া কাজ হয়না ভোলার বিএমইটি অফিসে॥ প্রতিদিন ঘুষের আয় প্রায় অর্ধলক্ষ টাকা!!
ভোলায় ফিল্মি স্টাইলা অপহরণ ॥ কতিপর উদ্ধার
ফুঁক দিয়েই সব সমস্যার সমাধান করেন ফরিদ!
প্রেমিকের সঙ্গে ‘বিয়ে’ রফাদফায় এসে কিশোর গ্যাংয়ের হাতে ধরা তরুণী, অতঃপর…
ভোলায় যৌতুকের মামলা দেওয়ায় স্ত্রীকে তালাক দিলো স্বামী ॥ শিশু সন্তান নিয়ে দুশ্চিতায় হাফছা



আর্কাইভ