
মোঃ আওলাদ হোসেন, দৌলতখান ॥
ভোলার দৌলতখানের চরপাতা ইউনিয়নস্থ লেজপাতা গ্রামে সোমবার রাতে নেশা দ্রব্য মিশ্রিত খাদ্য খেয়ে একই ‘পরিবারের ৪জন আক্রান্ত হয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়লে। মঙ্গলবার বিকালে অচেতন অবস্থায় তাদেরকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চরপাতা ২নং ওয়ার্ড, লেজ পাতা গ্রামের বাসিন্দা আনসার কমান্ডার আবুল হাশেম খোকন মিয়া ও তার পরিবারে অবস্থানরত ৪ সদস্য সবাই সোমবার দিবাগত রাতে এই প্রাণঘাতী বিষ প্রয়োগের স্বীকার হন। ধারণা করা হচ্ছে লোকচক্ষুর অন্তরালেকে বা কারা রান্না করা রাতের খাবার ও পানির পাত্রে জীবননাশক নেশা দ্রব্য মিশিয়ে দেয়। এ ঘটনায় অসুস্থ ৪জন বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরা হলেন, আবুল হাশেম খোকন মিয়া (৬৫), স্ত্রী পারুল বেগম ( ৫৫), পুত্রবধূ (৩০) ও নাতি (৩)।
বাংলাদেশ সময়: ০:৩৯:৩৬ ২৫২ বার পঠিত