ভোলায় নানা আয়োজনে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী উদযাপন

প্রচ্ছদ » জেলা » ভোলায় নানা আয়োজনে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী উদযাপন
সোমবার, ১৮ মার্চ ২০২৪



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলায় যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার (১৭ মার্চ) সকালে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান, জেলা পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদ, ভোলা জেলা আওয়ামী লীগসহ সর্বসাধারণ বঙ্গবন্ধুর প্রতি ফুল দিয়ে পু®পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে জেলা পরিষদের কার্যালয়ের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, ভোলা জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান। এদিকে ভোলা জেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিনে নানা কর্মসূচি পালন করা হয়। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা, জেলা পরিষদের হলরুমে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, বঙ্গবন্ধু সাজে সেজেছে শিশুরা।

পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের হাতে পরিষ্কার বিতরণ করেন ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মমিন টুলু, সাধারণ স¤পাদক মইনুল হোসেন বিপ্লব, নজরুল ইসলাম গোলদারসহ আরো অনেকে। এসব প্রতিযোগিতায় অংশ নেয় কয়েক শতাধিক শিশু।

এদিকে, রবিবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪। দিবসটি উদযাপন উপলক্ষ্যে সকাল সাড়ে ৯ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পু®পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন, জেলা প্রশাসক আরিফুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা। এরপর সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত হন সাবেক শিল্প ও বানিজ্যমন্ত্রী ভোলা-১ আসনের এমপি তোফায়েল আহমেদ। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান।

অপরদিকে, বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রবিবার (১৭ মার্চ) জাতির জনক প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ভোলা জেলা পুলিশ ”জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৪” উদযাপন করেছে। “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৪” উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয়ে জাতির জনক প্রতিকৃতিতে পু®পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম। এ সময় আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্থ) ভোলা, রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভোলা, অফিসার ইনচার্জ ভোলা সদর মডেল থানা, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ভোলা, ডিআইও-১ জেলা বিশেষ শাখা, ভোলাসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০:৫৫:৪০   ১০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


আনারস ও চশমা প্রতীকের প্রার্থী মোশারেফ- আজিজের গণসংযোগ ও লিফলেট বিতরণ
মটরসাইকেল ও উড়োজাহাজ মার্কায় ভোট চাইলেন ইউনুছ-পলাশ
ঝড়ে পড়ে যাওয়া মাদরাসা ঘর এক মাসেও মেরামত হয়নি
বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় সভাপতি সেলিম আর নেই
তজুমদ্দিনের মেঘনায় চিংড়ি মাছের রেনু আহরনের আড়ালে চলছে নানান প্রজাতির মাছের পোনা নিধন
নেয়ামতপুর চরে ভূমি মালিকদের উপর ভূমিদস্যুদের হামলা ॥ গুরুতর আহত ২৫
চরফ্যাশনে পলিথিন পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
ভোলায় লাশ গোসলের আধুনিক স্থাপনা গড়ে তোলা হবে: জেলা প্রশাসক
ভোলার গ্যাস উৎপাদন: কূপ খননে আরও চড়া দাম চায় গাজপ্রম
রাজাপুরে উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেনের উঠান সভা



আর্কাইভ