ভোলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রচ্ছদ » ইসলাম » ভোলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪



---

এম মইনুল এহসান ॥

ইসলামিক ফাউন্ডেশন ভোলার উদ্যোগে ২১শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে ভোলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় মিলনায়তনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন ভোলার উপপরিচালক আরিফুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোবাশ্বিরুল হক নাইম।সভার পুর্বেই ভোলা মডেল মসজিদে কুরআন খতম অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ভোলা মডেল মসজিদের তত্বাবাধক হাফেজ মোঃ শেখ ফরিদ। স্বাগত বক্তব্য রাখেন ভোলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ আলি আজগর। অনুষ্ঠান সঞ্চালনা ও ভাষা শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মুফতি মাওলানা রিয়াজ উদ্দিন কাশেমি। এসময় ভোলার বিভিন্ন এলাকার আলেম ওলামবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তরা বলেন ভাষা আল্লাহর সৃষ্টি। আল্লাহ সকল ভাষাই জানেন। উর্দু পাকিস্তানি শাসকগোষ্ঠির ভাষা ছিল,ইসলামের ভাষা নয়। যারা দেশের জন্য জীবন দান করেছেন তাদেরকে সবার শ্রদ্ধা করা উচিত। কিন্তু দুঃখজনক ভাবে বলতে হয় আমাদের দেশে সাধারণ জনগণসহ বিভিন্ন সরকারি কার্যক্রমেও শহীদদের নাম সঠিক ভাবে উচ্চারণ করা হয় না। বক্তারা ভাষা শহীদের নাম সঠিকভাবে উচ্চারণ ও বইতে লেখার দাবি জানান। এ সময় বক্তারা শহীদের রুহের মাগফেরাত কামনা করে ফরজ নামাজ ও জুমার নামাজের মোনাজাতে দোয়া করার জন্য উপস্থিত ইমাম ও খতিব সাহেবদের অনুরোধ জানান। বক্তারা বলেন, আমাদের দেশে প্রচলিত যে সকল পদ্ধতিতে শহীদদের সম্মান প্রদর্শন করা হয় তাতে শহীদদের রুহের জগতে কোন উপকারে আসে না, এমনকি অনেক কর্মকান্ড সরাসরি শরিয়ত বিরোধী। তাই শহীদদের সঠিকভাবে সম্মান প্রদর্শন, দোয়া ও সদকায়ে জারিয়ার মাধ্যমে স্মরণ ও তাদের রুহের মাগফেরাত কামনা করার জন্য সকলকে অনুরোধ জানান।

বাংলাদেশ সময়: ১৬:৪১:১৭   ২৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ইসলাম’র আরও খবর


আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ভোলায় ইসলামী শ্রমিক আন্দোলনের আলোচনা সভা
ফরিদপুরে দুই মুসলিম শ্রমিকের নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িতদের ফাঁসির দাবিতে ভোলায় বিক্ষোভ সমাবেশ
ভোলায় ইসলামী আন্দোলনের পক্ষে থেকে ঈদ সামগ্রী বিতরণ
সৌদি আরবের সাথে মিল রেখে ভোলায় ঈদের নামাজ অনুষ্ঠিত
ভোলায় ইসলামী শ্রমিক আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ভোলায় ‘সৃষ্টির সেবা’ সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইসলামী ঐক্য আন্দোলন ভোলা জেলা শাখার ত্রিবার্ষিক কাউন্সিল ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
আঞ্জুমান মুফিদুল ইসলাম ভোলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ভোলায় মহানবী (সা.) কে নিয়ে কটূক্তিকারী বাসু দাসের সর্বোচ্চ শাস্তি দাবি
রাসূল (সাঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দৌলতখানে বিক্ষোভ মিছিল



আর্কাইভ