রুশ যুদ্ধবিমান সুখোই-৩৫ পেতে যাচ্ছে ইরান

প্রচ্ছদ » আন্তর্জাতিক » রুশ যুদ্ধবিমান সুখোই-৩৫ পেতে যাচ্ছে ইরান
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩



---

আন্তর্জাতিক ডেস্ক ॥

রাশিয়ার কাছ থেকে সুখোই-৩৫ যুদ্ধবিমান সরবরাহ নেওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ইরান। ইরানের উপপ্রতিরক্ষামন্ত্রী মঙ্গলবার দেশটির বার্তা সংস্থা তাসনিমকে এ তথ্য জানিয়েছেন। এর আগে এ গত মার্চে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন রুশ বার্তা সংস্থা ¯পুৎনিককে যুদ্ধবিমান কেনার চুক্তির তথ্য জানিয়েছিল।

সুখোই বা সু-৩৫ যুদ্ধবিমান ছাড়াও এই চুক্তির আওতায় মিল-২৮ হেলিকপ্টার ও ইয়াক-১৩০ প্রশিক্ষণ যুদ্ধবিমানও নিজ বহরে যুক্ত করবে ইরান। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সূত্র ধরে তেহরান ও মস্কোর মধ্যে যে ঘনিষ্ঠ সামরিক স¤পর্ক গড়ে ওঠেছে এই চুক্তির মধ্যে দিয়ে তা পরবর্তী ধপে উন্নিত হবে বলে আশা করছে দেশটি। খবর রয়টার্স।

এর আগেও একাধিকবার রাশিয়ার কাছ থেকে সুখোই-৩৫ যুদ্ধবিমান কেনার ইচ্ছার কথা প্রকাশ করেছিল ইরান। কিন্তু ইউক্রেন যুদ্ধের পরিপ্রক্ষিতে সুখোই-৩৫ যুদ্ধবিমান ম্যানেজমেন্টের পূর্ণাঙ্গ সিস্টেম সরবরাহ করতে রাশিয়া এই মুহূর্তে সক্ষম নয় বলে জানিয়েছিল।

ইরানি সংবাদমাধ্যম তাসনিমের যে প্রতিবেদনে দেশটির উপপ্রতিরক্ষামন্ত্রী বরাতে এই চুক্তির কথা প্রকাশ করা হয়েছে তাতে অবশ্য রাশিয়ার পক্ষ থেকে এ ধরনের চুক্তিসংক্রান্ত কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।

ইরানের বিমানবাহিনীতে মাত্র কয়েক ডজন যুদ্ধবিমান আছে। এগুলোর মধ্যে রাশিয়ার তৈরি যুদ্ধবিমান এবং ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা কিছু পুরনো যুদ্ধবিমান রয়েছে।

২০১৮ সালে ইরান জানিয়েছিল, তারা নিজেদের বিমানবাহিনীতে ব্যবহারের জন্য স্থানীয়ভাবে তৈরি কাউসার নামের যুদ্ধবিমানের উৎপাদন শুরু করেছে। তবে সামরিক বিশেষজ্ঞদের ধারণা, যুদ্ধবিমানটি এফ-৫ যুদ্ধবিমানের হুবহু নকল, যা ষাটের দশকে প্রথম যুক্তরাষ্ট্রে তৈরি হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৭:১৭:২৪   ১০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


অষ্ট্রেলিয়া ডে পুরষ্কার পেলেন নেহাল নাফসি রুপাই
অষ্ট্রেলিয়া ডে পুরষ্কার পেলেন নেহাল নাফসি রুপাই
গাজায় প্রতি ঘণ্টায় দুজন মায়ের মৃত্যু: জাতিসংঘ
গাজায় ২৪ ঘণ্টায় নিহত ১৬৫ ফিলিস্তিনি
বিদ্রোহীদের হামলা: ভারতে পালাল মিয়ানমারের ৬০০ সেনা
এবার ইরানকে যে হুশিয়ারি দিলেন নেতানিয়াহু
রাশিয়ার জন্য নতুন ড্রোন বানাল ইরান, ব্যবহৃত হবে ইউক্রেনে
‘গাজায় জীবন বাঁচানোর কোনো কিছু নেই’
‘দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির চেয়েও গাজার ধ্বংসযজ্ঞ বড়’
গাজার যুদ্ধবিরতি নিয়ে জাতিসঙ্ঘের জরুরি সভা



আর্কাইভ