ইলিশায় জামিয়া তাহফিজিল কুরআন ওয়াল হাদিস মাদরাসার হাফেজদেরকে ছবক প্রদান ও দোয়া

প্রচ্ছদ » ইসলাম » ইলিশায় জামিয়া তাহফিজিল কুরআন ওয়াল হাদিস মাদরাসার হাফেজদেরকে ছবক প্রদান ও দোয়া
বৃহস্পতিবার, ১ জুন ২০২৩



আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলা সদরের ২নং পূর্ব ইলিশায় ‘জামিয়া তাহফিজিল কুরআন ওয়াল হাদিস’ মাদরাসার কোরআনে হাফেজদেরকে ছবক ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছবক প্রদান করেন, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর এর সহকারী অধ্যাপক ড. মুফতি মোহাম্মদ ইমাম হোসাইন।

বুধবার (৩১ মে) সকালে ভোলা সদরের ২নং ইলিশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন আচমত আলি জমাদার বাড়ী ক¤পাউন্ডে অনুষ্ঠিত ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইলিয়া নেছারিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা মোঃ আবু তাহের।

---

জামিয়া তাহফিজিল কুরআন ওয়াল হাদিস” মাদরাসার প্রিন্সিপাল মোঃ আব্দুল আজিজ বিন আব্দুর রব এর সার্বিক পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক মিয়াজী, ইলিশা ইসলামিয়া মডেল কলেজের পদার্থ বিজ্ঞানের প্রভাষক মোহাম্মদ হোসাইন, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের আঞ্চলিক পরিদর্শক রাকিবুল ইসলাম, ‘জামিয়া তাহফিজিল কুরআন ওয়াল হাদিস’ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুর রব প্রমুখ। এসময় আলেম, প্রধান শিক্ষক, সাংবাদিক, সমাজসেবী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত সবক অনুষ্ঠানে মোট ১৯ জন শিক্ষার্থী পবিত্র কুরআন ছবক নেন।

অতিথিবৃন্দ অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন। দুনিয়া ও আখেরাতের জন্য দ্বীনি শিক্ষার কোন বিকল্প নেই। তারা বলেন, এই মাদরাসার শিক্ষকগণ দক্ষতা ও আন্তরিকতার সাথে শিশুদেরকে পড়ালেখা করিয়ে থাকেন। এখানের শিক্ষারগুনগত মান ও পরিবেশ খুবই সুন্দর। তাই ধর্মী শিক্ষার জন্য এই প্রতিষ্ঠানে আপনাদের সন্তানদেরকে ভর্তি করিয়ে সঠিক দ্বীনি শিক্ষায় মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলুন।

 

বাংলাদেশ সময়: ০:২০:২৭   ৩০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ইসলাম’র আরও খবর


বাইডেনের সাথে সেলফি তুলে আর মোদীর দোয়া নিয়ে ক্ষমতায় টিকা যাবে না: ভোলায় অধ্যাপক আশরাফ আলী
আজ ইসলামী চিন্তাবিদ মাওলানা মোঃ হাবিবউল্লাহ’র ৩য় মৃত্যুবার্ষিকী
ব্লগার আসাদ নূরের ফাঁসির দাবিতে ভোলায় শিক্ষার্থীদের মানববন্ধন
ব্লগার আসাদ নূরের সর্বোচ্চ শাস্তির দাবীতে চরফ্যাশনে বিক্ষোভ
ব্লগার আসাদ নুরের ফাঁসির দাবিতে ভোলায় বিক্ষোভ
ইসলামী ঐক্য আন্দোলন ভোলা জেলা শাখার উদ্যোগে ‘আশুরার তাৎপর্য ও শিক্ষা’ শীর্ষক আলোচনা সভা
মাদ্রাসা ছাত্র রেজাউল হত্যার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল
মনপুরায় এমপি জ্যাকবের মায়ের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ
ইমান আক্বিদা সংরক্ষণ ও অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি গঠন
ওমরাহ মৌসুম শুরুর ঘোষণা দিল সৌদি

আর্কাইভ