ভোলায় শ্রমিক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

প্রচ্ছদ » জেলা » ভোলায় শ্রমিক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
মঙ্গলবার, ২ মে ২০২৩



আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২মে) সন্ধ্যায় ভোলা শহরের মহাজনপট্টিস্থ জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভোলা জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ শহিদুল আলম মানিককের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানভীর হোসেন তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোপান, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন প্রমুখ।

---

এসময় উপস্থিত ছিলেন,সাবেকে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু নোমান মোহাম্মদ সফিউল্লাহ, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিন, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি, মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের বিপ্লব হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজিজুল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিনসহ জেলা বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনে নেতাকর্মীরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগের অপশাসনের কারণে দেশের শ্রমজীবী মানুষ সবচেয়ে কষ্টে আছে। নিত্যপন্যের মূল্যের লাগামহীন উর্ধ্বগতি, বার বার তেল-গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে দেশের সাধারণ মানুষের ন্যায় শ্রমজীবীরাও ভলো নেই। সরকারের লাগামহীন লুটপাট, দূর্নীতি ও অর্থ পাচারের কারনে দেশের অর্থনীতি ভেঙ্গে পড়ায় শ্রমজীবী মানুষরা তাদের শ্রমের ন্যায্যমূল্য পাচ্ছেন না। সবচেয়ে অবহেলিত আছেন দৈনিক হাজিরা ভিত্তিক দিনমজুররা। আওয়ামীলীগ আর কিছুদিন ক্ষমতায় থাকলে দেশের মানুষকে বাঁচতে দেবে না। তাই শুধু বিএনপির নেতাকর্মীরা নয়, শ্রমজীবী মানুষ ও সর্বস্তরের জনগনকে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে নামতে হবে।

 

বাংলাদেশ সময়: ২৩:৩৮:৪৯   ৩৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


আনারস ও চশমা প্রতীকের প্রার্থী মোশারেফ- আজিজের গণসংযোগ ও লিফলেট বিতরণ
মটরসাইকেল ও উড়োজাহাজ মার্কায় ভোট চাইলেন ইউনুছ-পলাশ
ঝড়ে পড়ে যাওয়া মাদরাসা ঘর এক মাসেও মেরামত হয়নি
বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় সভাপতি সেলিম আর নেই
তজুমদ্দিনের মেঘনায় চিংড়ি মাছের রেনু আহরনের আড়ালে চলছে নানান প্রজাতির মাছের পোনা নিধন
নেয়ামতপুর চরে ভূমি মালিকদের উপর ভূমিদস্যুদের হামলা ॥ গুরুতর আহত ২৫
চরফ্যাশনে পলিথিন পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
ভোলায় লাশ গোসলের আধুনিক স্থাপনা গড়ে তোলা হবে: জেলা প্রশাসক
ভোলার গ্যাস উৎপাদন: কূপ খননে আরও চড়া দাম চায় গাজপ্রম
রাজাপুরে উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেনের উঠান সভা



আর্কাইভ