সাহাদাত শাহিনঃ
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে ভোলা জেলার বিচার বিভাগের উদ্যেগে আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক নুরুল আলম মোঃ নিপু, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোঃ সানাউল হকসহ বিচার বিভাগীয় কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞ সহকারী জজ আব্দুল্লাহ আল হাসিব এর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত সম্মানিত বিচারকবৃন্দ সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ এর তাৎপর্য তুলে ধরেন। মাননীয় জেলা ও দায়রা জজ মহোদয়ের বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি হয়।