বঙ্গবন্ধুর জন্ম না হলে এই বাংলাদেশ স্বাধীন হতো না- ভোলায় ৭ই মার্চেও আলোচনায় সভায় তোফায়েল

প্রচ্ছদ » জাতীয় » বঙ্গবন্ধুর জন্ম না হলে এই বাংলাদেশ স্বাধীন হতো না- ভোলায় ৭ই মার্চেও আলোচনায় সভায় তোফায়েল
মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩



আদিল হোসেন তপু ॥
ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের দলিল ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ভোলায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ই মার্চ) সকালে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সিঙ্গাপুর থেকে ভার্চ্যুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। এসময় তিনি স্মৃতিচারণ করে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু একজন মহান নেতা ছিলেন। যার জন্ম না হলে এই বাংলাদেশ স্বাধীন হতো না। আজ আমরা পাকিস্তানের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ থাকতাম। একটি বক্তৃতার মধ্য দিয়ে সকল জাতিকে প্রস্তুত করেছিলেন। বঙ্গবন্ধু বলেছিলেন, রক্ত যখন দিয়েছি। রক্ত আরো দিব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো। ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো। আমরা ঘরে ঘরে দুর্গ গড়ে তুলেছি।

---

তিনি আরো বলেন, এই বছরের শেষে অথবা ২০২৪ সালে প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন। তাই সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। ভোলার প্রত্যেকটি গ্রাম ও শহরকে আওয়ামী লীগের দুর্গে পরিণত করতে হবে। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য প্রত্যাশা ব্যক্ত করেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: মোশারেফ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো: ইউনুসহ অন্যান্যরা।
এর আগে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়াও সকালে ভোলা জেলা প্রশাসক চত্বরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে দোয়া মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৩৬:১৮   ৩২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
অচিরেই ভারতের তাঁবেদার শেখ হাসিনার দুঃশাসন দূর হবে: তারেক রহমান
৫১১ রানের টার্গেট তাড়ায় ৩৭-এ ৫ উইকেট হারাল বাংলাদেশ
ভারতের আনুগত্য নিয়ে দেশ চালাচ্ছে আওয়ামী লীগ: হাফিজ উদ্দিন
আমাকে অ্যাপ্রোচ করেছিল, আমি গ্রহণ করিনি: মেজর অব. হাফিজ
শান্ত-মুশফিকের রেকর্ড জুটিতে দাপুটে জয় বাংলাদেশের
অষ্ট্রেলিয়া ডে পুরষ্কার পেলেন নেহাল নাফসি রুপাই
আজ ভোলায় আসছেন শিল্পমন্ত্রী ও বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী
এখন দেখার বিষয় ইউরোপ আমেরিকা কী কার্ড ফেলে: ব্যারিস্টার পার্থ
জয়ে শুরু বরিশালের



আর্কাইভ