দৌলতখানে নেয়ামতপুর চরে শতাধিক ভেড়া চুরি

প্রচ্ছদ » অপরাধ » দৌলতখানে নেয়ামতপুর চরে শতাধিক ভেড়া চুরি
সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩



---

দৌলতখান প্রতিনিধি ॥
ভোলার দৌলতখানের মধ্য মেঘনায় অবস্থিত নেয়ামতপুরের চর হাজারীতে সংঘবদ্ধ চোরচক্র চরবাসী কৃষকদের শতাধিক পালিত ভেড়া চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১৯ ফেব্রুয়ারী) ভোররাতে এ ঘটনা ঘটে। এ সময় চোরচক্র উপজেলার ভবানীপুর মাছঘাট এলাকা দিয়ে চুরি করা ভেড়া পাচার করার সময় স্থানীয়রা সাতটি ভেড়া, চোরাইকাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত ট্রলার, জেলেদের চুরি হওয়া ইলিশ জাল ও দেশীয় অস্ত্র উদ্ধার করে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানার উপপরিদর্শক (এসআই) সানাউল্লাহ ঘটনাস্থলে গিয়ে ভেড়া, ট্রলারসহ অন্যন্যা চুরি করা মালামাল থানা হেফাজতে নিয়ে আসেন।
ভুক্তভোগী আলমগীর হোসেন, সুমন, কামাল, আবু তাহের সহ অনেকে জানান, দীর্ঘদিন ধরে নেয়ামতপুরের চর হাজারীতে রাখাল দিয়ে ভেড়া লালন-পালন করে আসছেন তারা। রবিবার ভোররাতে গোয়াল ঘর থেকে অস্ত্রশস্ত্র নিয়ে একদল চোর শতাধিক ভেড়া লুটপাট করে নিয়ে যায়। এ সংবাদ পেয়ে খোঁজখবর শুরু করে। এসময় খবর আসে ভবানীপুর মাছঘাট এলাকায় একটি ইঞ্জিনচালিত ট্রলার সহ সাতটি ভেড়া স্থানীয়রা আটক করে। পরে সেখানে গিয়ে আমাদেরগুলো সনাক্ত করি। পরে থানা পুলিশকে খবর দেই। তারা আরও জানান, এসব চোরচক্র চর হাজারীর গুচ্ছগ্রামে অবৈধভাবে বসবাস করে লুটপাট সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত রয়েছে। এ চক্রটি কয়েকদিন আগে চর থেকে মহিষ, গরু ও ভেড়া চুরি করে নিয়ে গেছে। তবে ট্রলারটির মালিক স্থানীয় জনৈক মাইনুদ্দিন বলে কাউন্সিলর আলমগীর  জানান।
তদন্তকারী কর্মকর্তা দৌলতখান থানার উপপরিদর্শক (এসআই) সানাউল্লাহ জানান, এব্যাপারী একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২০:০১:৪২   ২০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


সাময়িক বরখাস্ত হলেন বিএমইটি ভোলার সহকারী পরিচালক মোশাররফ হোসেন
মাদ্রাসাছাত্রীকে তালাবন্ধ করে পরিবারসহ প্রেমিক লাপাত্তা
বেনজীরের গ্রেফতার ও বিচারের দাবিতে ভোলায় সুজনের সমাবেশ-স্মারকলিপি
জমিজমা বিরোধ কেন্দ্র করে ভাই ও ভাইর স্ত্রীর উপর হামালার অভিযোগ কমিশনার কবিরের বিরুদ্ধে
ভাইয়ের প্রতারণার শিকার হয়ে প্রতিবন্ধী উজ্জলের মানবেতর জীবন
সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
ভোলায় পোস্ট অফিসে আইসক্রিমের ব্যবসা
লালমোহনে আবাসনের ঘর জবর দখলের অভিযোগ
ভোলায় যাত্রীবাহী লঞ্চ থেকে ৮৫ মণ মাছ জব্দ
ঘুষ ছাড়া কাজ হয়না ভোলার বিএমইটি অফিসে॥ প্রতিদিন ঘুষের আয় প্রায় অর্ধলক্ষ টাকা!!



আর্কাইভ