শিবপুরে রাতের আঁধারে আদালত অবমানা ও জোর করে চালা নির্মান

প্রচ্ছদ » অপরাধ » শিবপুরে রাতের আঁধারে আদালত অবমানা ও জোর করে চালা নির্মান
রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩



---

স্টাফ রিপোর্টার ॥
ভোলা সদর উপজেলার শিবপুর ইউপির ৬নং ওয়ার্ডের হাওলাদার বাড়ির চৌমুহনীর কাছে ভুমি দস্যু আবু মুসা গংরা রাতের আঁধারে আদালত অবমাননা ও জোর করে বীর মুক্তিযোদ্ধ ও সাবেক কমান্ডার মরহুম আলী আকবর (বড় ভাইর) স্ত্রী ওতার বোনদের জমি জবর দখলের চেষ্টা করে দোকান ঘর উত্তোলন ও ঘরে চালা নির্মান করছেন। জমির কাছে কেউ না থাকায় ভুমি দস্যু আবু মুসা ও সাইদগংরা একের পর এক দখলের চেষ্টা করে চলেছেন। এঘটনায় ভোলা আদালতে ২টি মামলা চলমান রয়েছে। মামলা নং-দেওয়ানী-৩২৭/২২,নন জি আর-৬১/২২। দেওয়ানী মামলায় জবাব দেয়ার জন্য তাদের প্রতি সমন জারি রয়েছে।
জানা গেছে, শিবপুর মৌজার এস এ-৫২৫ নং খতিয়ানের ১০৩৫ নং দাগের ১৬ শতাংশ জমি মৃত-আঃওহাব হাওলাদারের ৫ মেয়েকে দেয়া হয়। ওই জমির উপর একই বাড়ির মৃত-বারেকের ছেলে আবু মুসা ও সাইদগংদের লোভ পরে। তারা জমি দখল করে নেয়ার জন্য কয়েক বছর ধরে জমিতে দোকান ঘর তোলার চেষ্টা করে কিছু ওয়াল নির্মান করে। জমির মালিক ও আতœীয়রা বাধা দিলে ঘর নির্মান বন্ধ থাকে। তারা জমির মালিক ও আতœীয়দেরকে বিভিন্ন ভাবে নির্যাতন ও হয়রানী করে আসছে। এঘটনায় ২টি মামলা রয়েছে। বৃহস্পতিবার রাতে ভুমিদস্যু আবুমুসা ও সাইদ গংরা ওয়ালের উপর চালা দেয়ার জন্য কাঠ ফিটিং করে। সকালে এ চালা দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং জমির মালিকদের খবর দেয়। এবিষয় আদালতকে অবহিত কারার প্রস্তুতি নিয়েছে জমির মালিকেরা। এ ব্যাপারে জানতে আবু মুসাকে মুঠোফোনে কল দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ১২:৪১:০৫   ১৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


এমপির নাম ভাঙ্গিয়ে প্রার্থীদের হুমকি ধামকি ॥ আচরন বিধি লঙ্ঘনের অভিযোগ
তজুমদ্দিনের মেঘনায় চিংড়ি মাছের রেনু আহরনের আড়ালে চলছে নানান প্রজাতির মাছের পোনা নিধন
লালমোহনে শিশুকে অপহরণের পর ৫ লাখ টাকা দাবি, অতঃপর…
নেয়ামতপুর চরে ভূমি মালিকদের উপর ভূমিদস্যুদের হামলা ॥ গুরুতর আহত ২৫
চরফ্যাশনে অন্যের জমি দখলে নেওয়ার অভিযোগ সাবেক ইউপি চেয়ারম্যান রাসেলের বিরুদ্ধে
বাপ্তায় জমি সংক্রান্ত বিরোধে এতিম সন্তানের উপর হামলা
‘টাকা পেলেই ভাতা করার দায়িত্ব নেন দফাদার’
চরফ্যাসনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ভোলায় ১ হাজার পিচ ইয়াবাসহ আটক ১
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ॥ আহত-৩০



আর্কাইভ