শনিবার, ১১ মে ২০২৪

শিবপুরে রাতের আঁধারে আদালত অবমানা ও জোর করে চালা নির্মান

প্রচ্ছদ » অপরাধ » শিবপুরে রাতের আঁধারে আদালত অবমানা ও জোর করে চালা নির্মান
রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩



---

স্টাফ রিপোর্টার ॥
ভোলা সদর উপজেলার শিবপুর ইউপির ৬নং ওয়ার্ডের হাওলাদার বাড়ির চৌমুহনীর কাছে ভুমি দস্যু আবু মুসা গংরা রাতের আঁধারে আদালত অবমাননা ও জোর করে বীর মুক্তিযোদ্ধ ও সাবেক কমান্ডার মরহুম আলী আকবর (বড় ভাইর) স্ত্রী ওতার বোনদের জমি জবর দখলের চেষ্টা করে দোকান ঘর উত্তোলন ও ঘরে চালা নির্মান করছেন। জমির কাছে কেউ না থাকায় ভুমি দস্যু আবু মুসা ও সাইদগংরা একের পর এক দখলের চেষ্টা করে চলেছেন। এঘটনায় ভোলা আদালতে ২টি মামলা চলমান রয়েছে। মামলা নং-দেওয়ানী-৩২৭/২২,নন জি আর-৬১/২২। দেওয়ানী মামলায় জবাব দেয়ার জন্য তাদের প্রতি সমন জারি রয়েছে।
জানা গেছে, শিবপুর মৌজার এস এ-৫২৫ নং খতিয়ানের ১০৩৫ নং দাগের ১৬ শতাংশ জমি মৃত-আঃওহাব হাওলাদারের ৫ মেয়েকে দেয়া হয়। ওই জমির উপর একই বাড়ির মৃত-বারেকের ছেলে আবু মুসা ও সাইদগংদের লোভ পরে। তারা জমি দখল করে নেয়ার জন্য কয়েক বছর ধরে জমিতে দোকান ঘর তোলার চেষ্টা করে কিছু ওয়াল নির্মান করে। জমির মালিক ও আতœীয়রা বাধা দিলে ঘর নির্মান বন্ধ থাকে। তারা জমির মালিক ও আতœীয়দেরকে বিভিন্ন ভাবে নির্যাতন ও হয়রানী করে আসছে। এঘটনায় ২টি মামলা রয়েছে। বৃহস্পতিবার রাতে ভুমিদস্যু আবুমুসা ও সাইদ গংরা ওয়ালের উপর চালা দেয়ার জন্য কাঠ ফিটিং করে। সকালে এ চালা দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং জমির মালিকদের খবর দেয়। এবিষয় আদালতকে অবহিত কারার প্রস্তুতি নিয়েছে জমির মালিকেরা। এ ব্যাপারে জানতে আবু মুসাকে মুঠোফোনে কল দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ১২:৪১:০৫   ১৯২ বার পঠিত