ভোলায় আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস পালিত

প্রচ্ছদ » নারী ও শিশু » ভোলায় আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস পালিত
রবিবার, ১৬ অক্টোবর ২০২২



স্টাফ রিপোর্টার ॥
“জলবায়ু পরিবর্তনের প্রভাব ও নারীর বহুমাত্রিক ঝুঁকি মোকাবেলায় এইখনই জরুরী পদক্ষেপ গ্রহণ করুন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলায় আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস ভোলা জেলা উদযাপন কমিটি সহ বিভিন্ন উন্নয়ন সংস্থার নারীদের অংশ গ্রহনে দিবসটি পালন করা হয়। দিবটি উপলক্ষ্যে সকালে  ভোলা প্রেসক্লাবের সামনে বিভিন্ন সামাজিক সংগঠনের অংশ গ্রহনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কোস্ট ফাউন্ডেশন এর টিম লিডার রাশিদা বেগম, প্রোগ্রাম অফিসার সোহেল মাহামুদ সহ আরো অনেকে।

---

এসময় বক্তরা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের গ্রামীন নারীরা নানা ধরনের ঝুকিঁর মধ্যে পরছে প্রতিনিয়ত। বিশেষ করে প্রতিনিয়ত দুর্যোগের কারনে ক্ষতির সম্মুখিন হয় নারী ও কিশোরীরা।
এর ফলে নানা ধরনের রোগ আক্রান্ত হচ্ছে। মাত্রাতিরিক্ত লোনা পানির দৈনন্দিন ব্যবহারের ফলে জরায়ু সহ নানা ধরনের রোগ আক্রান্ত হচ্ছে উপকূলে গ্রামীন নারীরা। তাই এ থেকে পরিত্রান এর জন্য এখনই সরকারকে জরুরী পদক্ষেপ গ্রহন এর দাবি জানান।
উল্লেখ্য, ১৯৯৫ সালে বেইজিংয়ে অনুষ্ঠিত জাতিসংঘের চতুর্থ নারী সম্মেলনে ১৫ অক্টোবরকে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালনের প্রস্তাব গৃহীত হয়। ১৯৯৭ সাল থেকে জেনেভাভিত্তিক একটি অন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা উইমেনস ওয়ার্ল্ড সামিট ফাউন্ডেশন দিবসটি পালনের জন্য বিশ্বের বিভিন্ন দেশে উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করে। গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও দারিদ্র্য দূরীকরণসহ নানাক্ষেত্রে গ্রামীণ নারীদের ভূমিকার স্বীকৃতি স্বরূপ দিবসটি পালিত হয়ে আসছে বিশ্বজুড়ে।

বাংলাদেশ সময়: ১৩:৩৫:৩৩   ৩১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

নারী ও শিশু’র আরও খবর


চরফ্যাসনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
মাদ্রাসা ছাত্র ফরহাদ ৫দিন ধরে নিখোঁজ
‘নকশী কাঁথা’ সেলাই করে ঘুরে দাঁড়ালেন ভোলার আমেনা খানম
ইডেনের ছাত্রীর ৫ দিন ধরে অনশন, পালিয়েছে প্রেমিক
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ
ভোলায় যৌতুকের মামলা দেওয়ায় স্ত্রীকে তালাক দিলো স্বামী ॥ শিশু সন্তান নিয়ে দুশ্চিতায় হাফছা
চরফ্যাশনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বিয়ের দাবিতে চরফ্যাশনে প্রেমিকের বাড়িতে ইডেন কলেজ ছাত্রীর অনশন
চরফ্যাশনে হাসপাতালে গৃহবধূর মৃত্যু সংবাদেই স্বামীসহ সবাই লাপাত্তা
নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু



আর্কাইভ