ভোলার ঘটনার জন্য বিএনপি দায়ী: কাদের

প্রচ্ছদ » জাতীয় » ভোলার ঘটনার জন্য বিএনপি দায়ী: কাদের
শুক্রবার, ৫ আগস্ট ২০২২



আজকের ভোলা রিপোর্ট ॥
আগস্ট মাস এলেই বিএনপি সত্যের মুখোমুখি হতে ভয় পায় মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি’র ঘাতক চরিত্র বেপরোয়া হয়ে ওঠে। তাদের ঘাতক চেহারা ভোলায় তারা স্পষ্ট করেছে। শুক্রবার শহীদ শেখ কামালের ৭৩তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্তকালে তিনি এসব কথা বলেন। সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ভোলার ঘটনার জন্য বিএনপিকে দায়ী করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ভোলার ঘটনা কে ঘটিয়েছে? ভিডিও ফুটেজ দেখুন। কিভাবে ঘটেছে কারা আক্রমণ করেছে? অস্ত্রশস্ত্র নিয়ে কারা মিছিল করছে? কারা সেই অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা করেছে। পুলিশ কি করবে? আঙুল তুলবে? ভোলার ঘটনার জন্য বিএনপিকে দায়ী করে তিনি আরও বলেন, তারা চেয়েছে নির্বাচনকে সামনে রেখে আবারও বাংলাদেশ একটি অস্থির, উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করতে। আবারও আগুন সন্ত্রাস করে তারা নির্বাচনি পরিবেশ নষ্ট এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। সেটাই তাদের টার্গেট। তাদের প্রতিহত করতে আওয়ামী লীগ প্রস্তুত আছে উল্লেখ করে দলের সাধারণ সম্পাদক বলেন, আমরা প্রস্তুত আছি। আজকে শেখ কামালের জন্মদিনে আবাহনী মাঠ, বনানী কবরস্থানে এত মানুষ। তরুণ সমাজ। এ থেকে এই প্রমাণিত হয় আমরা প্রস্তুত। হত্যার ষড়যন্ত্রের রাজনীতি আমরা রুখবোই। শেখ কামালকে স্মরণ করে তিনি বলেন, জন্মদিনের আনন্দ হারিয়ে গেছে পঁচাত্তরের রক্তাক্ত বিদায়ের ঘটনায়। তার বহুমাত্রিক প্রতিভা, বহুমাত্রিক মেধা- ক্রীড়াঙ্গনে ফুটবল-ক্রিকেট সাংস্কৃতিক অঙ্গনে। তিনি সেতার বাজাতেন। প্রতিদিনই তাকে দেখা যেত টিএসসিতে, আবার মধুর ক্যান্টিনে, ছাত্রলীগের কর্মকা-ে। শেখ কামালের কাছে বাংলাদেশের তরুণ সমাজের অনেক কিছু শেখার আছে। বাংলাদেশের তরুণ সমাজের কাছে তিনি হতে পারেন রোল মডেল। এর আগে, সকাল সাড়ে ৮টার পর তার সমাধিতে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের তরফ থেকে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলাম হানিফ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পরে, একে-একে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এদিকে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মদিন উপলক্ষে রাজধানীসহ দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো।

বাংলাদেশ সময়: ২৩:০০:০২   ৩৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
অচিরেই ভারতের তাঁবেদার শেখ হাসিনার দুঃশাসন দূর হবে: তারেক রহমান
৫১১ রানের টার্গেট তাড়ায় ৩৭-এ ৫ উইকেট হারাল বাংলাদেশ
ভারতের আনুগত্য নিয়ে দেশ চালাচ্ছে আওয়ামী লীগ: হাফিজ উদ্দিন
আমাকে অ্যাপ্রোচ করেছিল, আমি গ্রহণ করিনি: মেজর অব. হাফিজ
শান্ত-মুশফিকের রেকর্ড জুটিতে দাপুটে জয় বাংলাদেশের
অষ্ট্রেলিয়া ডে পুরষ্কার পেলেন নেহাল নাফসি রুপাই
আজ ভোলায় আসছেন শিল্পমন্ত্রী ও বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী
এখন দেখার বিষয় ইউরোপ আমেরিকা কী কার্ড ফেলে: ব্যারিস্টার পার্থ
জয়ে শুরু বরিশালের



আর্কাইভ