শিবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ী ঘরে হামলা, আহত-৪

প্রচ্ছদ » অপরাধ » শিবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ী ঘরে হামলা, আহত-৪
বুধবার, ১৫ জুন ২০২২



স্টাফ রিপোর্টার ॥
ভোলয় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ী ঘরে হামলা ভাংচুর, লুটপাট ও ৪জনকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহতদেরকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) সকালে সদরের শিবপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের রতনপুর এলাকায় এই ঘটনা ঘটে। এ ব্যাপারে ভোলা সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

---

অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার (১৩ জুন) শিবপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের রতনপুর এলাকার আঃ রব মাঝির ছেলে মোঃ বিল্লাল হোসেন তার ক্লাসমেট এক মেয়ের সাথে রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে কথা বলছিলো। বিষয়টি দেখতে পেয়ে ৪নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মনিরের ছেলে মোঃ মুরাদ (১৮)সহ তার সাথে থাকা অন্যান্যরা সহযোগীরা ওই মেরে সাথে বিল্লাল হোসেনকে কথা বলতে নিষেধ করে। এসময় বিল্লাল ও মুরাদের সাথে সিনিয়র-জুনিয়র নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মুরাদ ও তার সাথে থাকা লোকজন বিল্লালকে চর থাপ্পর মেরে চলে যায়। বিল্লাল বিষয়টি মোঃ জোবায়ের হোসেনকে জানায়। জোবায়ের ফোন দিয়ে মুরাদকে কি হয়েছে জানতে চায় এবং বিষয়টি মিমাংশা করে দেওয়ার প্রস্তাব করে। জোবায়ের বিষয়টি মিমাংসা করার জন্য মুরাদকে তার বাসার সামনে ডাকে। মুরাদ লোকজন নিয়ে জোবায়ের বাসার সামনে যায়। মুরাদকে কেনো জোবায়েরের বাসার সামনে ডেকে আনা হলো এতে মুরাদ ক্ষিপ্ত হয়ে জোবায়েরকে চড় থাপ্পর মারতে শুরু করে। তর্ক বিতর্কের এক পর্যায়ে মুরাদ ও তার লোকজন লাঠিসোটা নিয়ে জোবায়ের ও তার পরিবারের লোকজনের উপর চড়াও হয়। পরে জোবায়ের দৌঁড়ে তার ঘরের প্রবেশ করে। এসময় মুরাদ ও তার লোকজন জোবায়েরের ঘরে হামলা ভাংচুর চালায়। এতে বাঁধা দিতে আসলে মোঃ আজাদ, মোঃ আমজাদ হোসেন, নুসরাত জাহানকে মুরাদ বাহিনী এলোপাথারী মারধর করে। মুরাদ ও তার লোকজন নুসরাতের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। হামলায় জোবায়েরের ঘরে থাকা আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হামলার শিকার জোবায়ের গংদের আত্মচিৎকার শুনে লোকজন ঝড়ো হলে মুরাদ বাহিনী হুমকি-ধামকি দিয়ে চলে যায়। আহতদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মোঃ জোবায়ের হোসেন বাদী হয়ে মোঃ মুরাদ, মোঃ রাসেল, মোঃ সজীব, মোঃ মিজান, মোঃ শাহিন, বায়েজিদ, মোঃ নীরব, মোঃ রকিবকে আসামী করে ভোলা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। জোবায়ের হোসেন বলেন, এ ঘটনায় আমরা মামলা দায়ের করেছি। হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক শাস্তির দাবী করছি।
তবে এ ব্যাপারে অভিযুক্ত মুরাদ গংদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি।
ভোলা থানার ওসি এনায়েত হোসেন বলেন, এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১:৩০:৪১   ৪০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভাইয়ের প্রতারণার শিকার হয়ে প্রতিবন্ধী উজ্জলের মানবেতর জীবন
সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
ভোলায় পোস্ট অফিসে আইসক্রিমের ব্যবসা
লালমোহনে আবাসনের ঘর জবর দখলের অভিযোগ
ভোলায় যাত্রীবাহী লঞ্চ থেকে ৮৫ মণ মাছ জব্দ
ঘুষ ছাড়া কাজ হয়না ভোলার বিএমইটি অফিসে॥ প্রতিদিন ঘুষের আয় প্রায় অর্ধলক্ষ টাকা!!
ভোলায় ফিল্মি স্টাইলা অপহরণ ॥ কতিপর উদ্ধার
ফুঁক দিয়েই সব সমস্যার সমাধান করেন ফরিদ!
প্রেমিকের সঙ্গে ‘বিয়ে’ রফাদফায় এসে কিশোর গ্যাংয়ের হাতে ধরা তরুণী, অতঃপর…
ভোলায় যৌতুকের মামলা দেওয়ায় স্ত্রীকে তালাক দিলো স্বামী ॥ শিশু সন্তান নিয়ে দুশ্চিতায় হাফছা



আর্কাইভ