ভোলায় অটো-সিএনজি চালকদের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় অটো-সিএনজি চালকদের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ
বুধবার, ৮ জুন ২০২২



আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলা মোস্তফা কামাল বাসস্ট্যান্ড সংলগ্ন বেপারী দোকান এলাকায় অটো সিএনজি চালকদের উপর হামলা, ভাঙচুর, চাঁদাবাজি বন্ধ ও চাঁদাবাজদের গ্রেফতার ও শাস্তির দাবিতে জেলা সিএনজি অটো মোটরবাইক ও হালকাযান শ্রমিক আন্দোলনের উদ্যোগে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। বুধবার (৮ জুন) সকালে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন ভোলা জেলা সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম, জেলা শ্রমিক আন্দোলনের সেক্রেটারি মাওলানা গোলাম মোর্শেদ, জয়েন্ট সেক্রেটারি মার্কেটিং ইঞ্জিনিয়ার পারভেজ রানা, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, জেলা যুব আন্দোলনের সভাপতি এইচএম ইব্রাহিম খলিল, অটো মোটর বাইক শ্রমিক আন্দোলনের সভাপতি মোহাম্মদ আবু জাফর, সেক্রেটারি মোঃ শফিকুল ইসলাম, যুব নেতা মাওলানা শরিফুল ইসলাম ও মোঃ হারুনুর রশীদ প্রমুখ নেতৃবৃন্দ।

---

ভোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, স্বল্প ভাড়া, শিশু, প্রতিবন্ধী, রোগী ও বৃদ্ধদের উপযোগী জনবান্ধব অটো সিএনজি গাড়ি গুলো পৌরসভা থেকে লাইসেন্স নিয়ে বহু বছর পর্যন্ত জেলার বিভিন্ন অলিগলি প্রত্যন্ত গ্রামাঞ্চলে মানুষের। সেবা দিয়ে যাচ্ছে দীর্ঘ কয়েক মাস যাবত বাস মালিক সমিতির ছত্রছায়ায় মোস্তফা কামাল বাসস্ট্যান্ড সংলগ্ন ব্যাপারির দোকান এলাকায় একটি চক্র অটো,সিএনজি চালকদের উপর লাঠিসোটা নিয়ে হামলে পরে ও গাড়ি ভাঙচুর করে এবং যাত্রী নামিয়ে দিয়ে চালকদের থেকে ২০০ ৩০০ টাকা চাঁদা আদায় করে। আবার কাউকে মোটা অংকের চাঁদা দাবী করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আটকে রাখে। নেতৃবৃন্দ প্রশাসনের নাকের ডগায় এহেন কর্মকান্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং প্রশাসনের কাছে অনতিবিলম্বে এই চক্রকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান অন্যথায় অটো সিএনজি শ্রমিকরা সাধারণ জনগনকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন। মানববন্ধন শেষে মিছিল সহকারে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

বাংলাদেশ সময়: ১৮:৩২:৪৭   ৪১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


সাময়িক বরখাস্ত হলেন বিএমইটি ভোলার সহকারী পরিচালক মোশাররফ হোসেন
মাদ্রাসাছাত্রীকে তালাবন্ধ করে পরিবারসহ প্রেমিক লাপাত্তা
বেনজীরের গ্রেফতার ও বিচারের দাবিতে ভোলায় সুজনের সমাবেশ-স্মারকলিপি
জমিজমা বিরোধ কেন্দ্র করে ভাই ও ভাইর স্ত্রীর উপর হামালার অভিযোগ কমিশনার কবিরের বিরুদ্ধে
ভাইয়ের প্রতারণার শিকার হয়ে প্রতিবন্ধী উজ্জলের মানবেতর জীবন
সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
ভোলায় পোস্ট অফিসে আইসক্রিমের ব্যবসা
লালমোহনে আবাসনের ঘর জবর দখলের অভিযোগ
ভোলায় যাত্রীবাহী লঞ্চ থেকে ৮৫ মণ মাছ জব্দ
ঘুষ ছাড়া কাজ হয়না ভোলার বিএমইটি অফিসে॥ প্রতিদিন ঘুষের আয় প্রায় অর্ধলক্ষ টাকা!!



আর্কাইভ