সীতাকুন্ডে বিস্ফোরণে নিহত ভোলার হাবিবুরের দাফন সম্পন্ন

প্রচ্ছদ » জেলা » সীতাকুন্ডে বিস্ফোরণে নিহত ভোলার হাবিবুরের দাফন সম্পন্ন
সোমবার, ৬ জুন ২০২২



স্টাফ রিপোর্টার ॥
চট্টগ্রামের সীতাকুন্ডে বিএম কনটেইনার ডিপোর অগ্নিকা-ে নিহত কম্পিউটার অপারেটর হাবিবুর রহমান (২৫) এর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (৬ জুন) সকাল সাড়ে ৯টায় ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ড দক্ষিণ বালিয়া বটতলা গ্রামে তার নানা বাড়িতে মসজিদের পাশে দাফন সম্পন্ন হয়।
সকাল ৯টায়  নানা বাড়ি সংলগ্ন মসজিদের মাঠে জানাজা সম্পন্ন হয়। জানাজার নামাজে দক্ষিণ বালিয়া বটতলা গ্রামে অশংখ মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে নানা বাড়ির সামনে মসজিদের পাশের কবরস্থান দাফন করা হয় তাকে।

---

এর আগে রবিবার (৫ জুন) দুপুর ৩টায় হানিবুরের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে বলে জানিয়েছেন হাবিবুরের মামা মো. আলমগীর। তিনি আরও জানান, হাবিবুরের দেহ হস্তান্তরের পরপরই আমি ও হাবিবুরের বন্ধুরা মিলে হাবিবুরের গোসল শেষ করে ভোলার উদ্দেশ্য রওয়ানা দেই। ভোলায় এসে পৌচ্ছাই রাত ২টা ১০ মিনিটে।
খবর পেয়ে সাবেক বানিজ্য মন্ত্রী ও ভোলা-১ আসনের সাংসদ সদস্য তোফায়েল আহমেদ এমপির পক্ষে নিহতের পরিবারের অর্থীক সহায়তা করা হয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টায় দিকে চট্টগ্রামের সীতাকু-ে বিএম কনটেইনার ডিপোর অগ্নিকা-ে ঘটনা ঘটে। এই ডিপোতে কম্পিউটার অপারেটর হিসেবে নাইট ডিউটিরত ছিলেন ভোলা সদর উপজেলার হাবিবুর রহমান। ওই রাতেই ভয়াবহ বিস্ফোরণে অন্য সবার সঙ্গে প্রাণ যায় হাবিবুরের।

বাংলাদেশ সময়: ১৩:২২:০৫   ৪৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


আনারস ও চশমা প্রতীকের প্রার্থী মোশারেফ- আজিজের গণসংযোগ ও লিফলেট বিতরণ
মটরসাইকেল ও উড়োজাহাজ মার্কায় ভোট চাইলেন ইউনুছ-পলাশ
ঝড়ে পড়ে যাওয়া মাদরাসা ঘর এক মাসেও মেরামত হয়নি
বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় সভাপতি সেলিম আর নেই
তজুমদ্দিনের মেঘনায় চিংড়ি মাছের রেনু আহরনের আড়ালে চলছে নানান প্রজাতির মাছের পোনা নিধন
নেয়ামতপুর চরে ভূমি মালিকদের উপর ভূমিদস্যুদের হামলা ॥ গুরুতর আহত ২৫
চরফ্যাশনে পলিথিন পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
ভোলায় লাশ গোসলের আধুনিক স্থাপনা গড়ে তোলা হবে: জেলা প্রশাসক
ভোলার গ্যাস উৎপাদন: কূপ খননে আরও চড়া দাম চায় গাজপ্রম
রাজাপুরে উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেনের উঠান সভা



আর্কাইভ