ভোলায় উদ্দ্যোক্তা সেজে বিসিকের গাছ চুরি!

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় উদ্দ্যোক্তা সেজে বিসিকের গাছ চুরি!
সোমবার, ৬ জুন ২০২২



স্টাফ রিপোর্টার ॥
গাছ লাগান পরিবেশ বাঁচান সরকারের এই শ্লোগান থাকলেও মানছেনা কেউ। মানছেনা সরকারি কর্তাও। বিনা নোটিশে ঠুঙ্ক অজুহাতে যথন তখন সরকারি গাছ কেটে নিয়ে যায় গাছ চোরা কারবারিরা। ৫ জুন রবিবার দুপুর ১১টার সময় এমনি একটি ঘটনা ঘটেছে ভোলার বিসিক শিল্প নগরীতে। নাম মাত্র উদ্দ্যেক্তা সেজে মাসুম বিল্লাহ নামের এক গাছ চোরা কারবারি দিনে দুপুরে অবৈধ পন্থায় ভোলা বিসিক থেকে গাছ কাটে।

---

এই তথ্যর ভিত্তিতে সাংবাদিকরা সেখানে গিয়ে ছবি তোলার চেষ্টাকালে সাংবাকিদের দিকে তেড়ে আসেন গাছ চোরাকারবারি মাসুম বিল্লাহ। মাসুম বলেন, কর্মকতা সোহাগ আমাকে গাছ কাটার অনুমতি দিয়েছে তাই আমি গাছ কাটি। আমার কি অপরাধ। বৈধ কাগজপত্র নিয়ে সাংবাদিকদের সাথে কথা কাটাকাটি হলে বিষয়টি স্থানীয়দের মাঝে জানাজানি হয়। পরিবেশ পরিস্থিতি খারাপ বুঝে মাসুম তার লোকজন নিয়ে দৌরে পালিয়ে যায়। এনিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এদিকে নাম প্রকাশ না করার শর্তে বিসিকের কয়েকজন উদ্দ্যোক্তা ও প্রত্যক্ষদর্শীরা দাবি করছেন গাছ চুরির বিষয়টিতে কর্মকর্তা সোহাগের সংশ্লিষ্টতা রয়েছে। তারা আরো বলছেন এই কর্মকর্তা সোহাগের পৃষ্টপোষকতায় এমন ঘটনা এর আগেও কয়েকবার ঘটেছে।
বিষয়টি নিয়ে কথা হয় ভোলা বিসিক শিল্পনগরীরর উপ-ব্যবস্থাপক মো. সোহাগ মিয়ার সাথে। তিনি তার বিরুদ্ধে গাছ চুরির সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে উল্টো চোরের পক্ষে ছাফাাই গেয়ে বলেন, উদ্দ্যেক্তা মাসুম বিল্লাহ গাছ কাটার জন্য আমার কাছে পরামর্শ চাইলে আমি তাকে অনুমতি দেই। বিনা নোটিশে সরকারি গাছ কাটার পারমিশন দিতে পারেন কিনা সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিষটি লম্বা প্রসেস তাই সংশ্লিষ্ট কর্মকর্তার অনুমতি নিতে প্রয়োজনবোধ মনে করিনাই।

বাংলাদেশ সময়: ১৩:২০:৪৫   ৩৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


পশ্চিম ইলিশায় ৩ ঘরে দূদর্শ চুরি
ভোলায় মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ৫টি চাই ধ্বংস
ভোলায় দুই মাদক কারবারীকে সাজা
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক
ওমরাহ পাঠানোর নামে হাজী কামালের প্রতারণা
চরফ্যাশনে ভূমিদস্যু মুছার নেতৃত্বে নারী ও শিশুর ওপর সন্ত্রাসী হামলা
লালমোহনে জমি দখলের জন্য মালিকের উপর হামলার অভিযোগ
দালালদের খপ্পড়ে পড়ে নিঃস্ব জীবন ॥ চরফ্যাশন উপজেলার পাচঁ প্রবাসীর আর্তনাদ!
সৎ মায়ের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন
চরফ্যাশনে ব্যবসায়ীকে হাত পা বেধেঁ মারধরের অভিযোগ



আর্কাইভ