চরফ্যাশন প্রতিনিধি ॥
ভোলার শশীভূষনে ইব্রাহিম (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে শশীভূষণ থানা পুলিশ। রোববার ৩ই এপ্রিল দুপুর আনুমানিক ২টায় শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডে হেজল আলী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ঐ এলাকার মোস্তাফিজুর রহমানের পুত্র।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রোববার দুপুরের দিকে একটি মরদেহ গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। তবে প্রাথমিকভাবে ধারনা করা হয় এটি আতœহত্যা।
শশীভূষন থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান পাটওয়ারী বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।