ভারত সরকারের পক্ষ থেকে ভোলা পৌরসভায় এ্যাম্বুলেন্স হস্তান্তর

প্রচ্ছদ » জাতীয় » ভারত সরকারের পক্ষ থেকে ভোলা পৌরসভায় এ্যাম্বুলেন্স হস্তান্তর
শনিবার, ২২ জানুয়ারী ২০২২



---

ছোটন সাহা ॥
ভারতীয় সরকারেরর দেয়া লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর করেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার (খুলনা) রাজেশ কুমার রায়না। শনিবার (২২ জানুয়ারি) বিকালে ভোলা পৌরসভাকে এ এ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়। ভোলা পৌরসভার সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানে হয়। ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, ভারতীয় সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজিব আহমেদ, সহকারি পুলিশ আব্বাস উদ্দিনসহ পৌরসভার কর্মকর্তা, কাউন্সিলর ও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা। সহকারি হাই কমিশনার রাজেশ কুমার রায়না বলেন, বাংলাদেশ এবং ভারত একই মায়ের ২ সন্তান। আমরা পরস্পরের প্রতি সহযোগিতায় বিশ্বাস করি।
তিনি আরো বলেন, বর্তমানে করোনা প্রকোপ বেড়েছে। এটি একটি বৈশ্বিক সমস্যা, এটি কোন দেশের একার সমস্যা নয়, এটি সকল দেশের সমস্যা। এটি সম্মলিত ভাবে মোকাবেলার করতে হবে। এ সময় তিনি ভোলা পৌর এলাকার বিভিন্ন উন্নয়নের প্রশংসা করেন।
অনুষ্ঠানের শুরুতে ভারতীয় হাইকমিশনার ও সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা সদর আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ একে অপরের সাথে ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময় করেন।
এরআগে পৌরসভার পক্ষ থেকে ভারতীয় হাইকমিশনাকে শুভেচ্ছা জানান পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির।

বাংলাদেশ সময়: ২১:৩৮:১৮   ৪২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
অচিরেই ভারতের তাঁবেদার শেখ হাসিনার দুঃশাসন দূর হবে: তারেক রহমান
৫১১ রানের টার্গেট তাড়ায় ৩৭-এ ৫ উইকেট হারাল বাংলাদেশ
ভারতের আনুগত্য নিয়ে দেশ চালাচ্ছে আওয়ামী লীগ: হাফিজ উদ্দিন
আমাকে অ্যাপ্রোচ করেছিল, আমি গ্রহণ করিনি: মেজর অব. হাফিজ
শান্ত-মুশফিকের রেকর্ড জুটিতে দাপুটে জয় বাংলাদেশের
অষ্ট্রেলিয়া ডে পুরষ্কার পেলেন নেহাল নাফসি রুপাই
আজ ভোলায় আসছেন শিল্পমন্ত্রী ও বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী
এখন দেখার বিষয় ইউরোপ আমেরিকা কী কার্ড ফেলে: ব্যারিস্টার পার্থ
জয়ে শুরু বরিশালের



আর্কাইভ