বোরহানউদ্দিনে ইউপি নির্বাচনে প্রতিপক্ষের হামলায় দুই স্বতন্ত্র প্রার্থীসহ আহত ২০

প্রচ্ছদ » অপরাধ » বোরহানউদ্দিনে ইউপি নির্বাচনে প্রতিপক্ষের হামলায় দুই স্বতন্ত্র প্রার্থীসহ আহত ২০
রবিবার, ১২ ডিসেম্বর ২০২১



স্টাফ রিপোর্টার ॥
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নে প্রচার প্রচারণাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। স্বতন্ত্র দুই চেয়ারম্যান প্রার্থীর উপর হামলার ঘটনায় অন্তত ২০জন আহত হয়েছে।
শনিবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার পক্ষিয়া ইউনিয়নের কাইমিজি বাড়ি এলাকায় নির্বাচনী প্রচারণাকালে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন সরদারের উপর আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকরা হামলা চালায়। এসময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর হাত পায়ে এবং মাথায় গুরুতর জখম হয়। এছাড়া তার বহরে থাকা মোটরসাইকেল ভাঙচুর চালানো হয়। সন্ত্রাসীদের বাধার মুখে তিনি হাসপাতালে না গিয়ে বাসায় চিকিৎসা নিচ্ছেন বলে অভিযোগ করেন। এদিকে হামলার প্রতিবাদে এলাকায় বিক্ষোভ মিছিল করেন স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা।

---

অপরদিকে একই ইউনিয়নের অপর স্বতন্ত্র প্রার্থী কাঞ্চন মাঝি ইউনিয়নের বোরহানগঞ্জ বাজার এলাকায় নির্বাচনী প্রচারণার সময় নৌকা প্রার্থীর কর্মী সমর্থকদের হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। এ সময় তার সাথে থাকা আরও ১০ নেতাকর্মী আহত হয়। এদের মধ্যে চেয়ারম্যান প্রার্থীসহ গুরুতর আহতদের বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেকসে ভর্তি করা হয়।  তবে এসব হামলার ঘটনার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেন আওয়ামী লীগ প্রার্থী নাগর হাওলাদার।
এদিকে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির জানান, পক্ষিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর উপর হামলার ঘটনা শুনেছি কিন্তু এ ঘটনায় কোন লিখত অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬:৫১:২১   ৩৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


এমপির নাম ভাঙ্গিয়ে প্রার্থীদের হুমকি ধামকি ॥ আচরন বিধি লঙ্ঘনের অভিযোগ
তজুমদ্দিনের মেঘনায় চিংড়ি মাছের রেনু আহরনের আড়ালে চলছে নানান প্রজাতির মাছের পোনা নিধন
লালমোহনে শিশুকে অপহরণের পর ৫ লাখ টাকা দাবি, অতঃপর…
নেয়ামতপুর চরে ভূমি মালিকদের উপর ভূমিদস্যুদের হামলা ॥ গুরুতর আহত ২৫
চরফ্যাশনে অন্যের জমি দখলে নেওয়ার অভিযোগ সাবেক ইউপি চেয়ারম্যান রাসেলের বিরুদ্ধে
বাপ্তায় জমি সংক্রান্ত বিরোধে এতিম সন্তানের উপর হামলা
‘টাকা পেলেই ভাতা করার দায়িত্ব নেন দফাদার’
চরফ্যাসনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ভোলায় ১ হাজার পিচ ইয়াবাসহ আটক ১
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ॥ আহত-৩০



আর্কাইভ