বঙ্গোপসাগরে ট্রলারে ডুবি ১৭ জেলে উদ্ধার ৩ দিনেও উদ্ধার হয়নি ফিশিং বোটটি

প্রচ্ছদ » অপরাধ » বঙ্গোপসাগরে ট্রলারে ডুবি ১৭ জেলে উদ্ধার ৩ দিনেও উদ্ধার হয়নি ফিশিং বোটটি
শুক্রবার, ৩০ জুলাই ২০২১



আজকের ভোলা রিপোর্ট:

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে  একটি মাছ ধরার ফিশিং বোট সহ ১৭ জন ডুবে যায়। এই ঘটনায় জেলেদের উদ্ধার করা হলেও দুর্ঘটনা কবলিত ফিশিং বোটট ৩ দিনেও উদ্ধার হয়নি। দুর্ঘটনায় ট্রলারসহ অন্তত ৬০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ট্রলার মালিক। ট্রলার মালিক মিরাজ কেরানী জানান, দুর্যোগপূর্ন আবহাওয়ার কারনে ট্রলারটি উদ্ধার করা সম্ভব হচ্ছে না। তবে উদ্ধারের চেষ্ট চালিয়ে যাচ্ছি। 

উদ্ধার হওয়া জেলেদের মধ্যে প্রাথমিকভাবে ফিরোজ মাঝি, ভুট্টু, নুর হোসেন, রিয়াজ, কাসেম, বশির, রহমান, আমির, রিয়াজ ও সিরাজের নাম জানা গেছে। তাদের বাড়ি ঢালচর এবং চর কলমি ইউনিয়নের বিভিন্ন গ্রামে। তারা বুধবার  রাতে ফিরে এসেছেন।

ট্রলার মালিক মিরাজ কেরানী জানান, গত সোমবার (২৬ জুলাই) সকাল ৮টায় চরফ্যাশন উপজেলার চর কচ্চপিয়া থেকে ১৭ জেলে নিয়ে বঙ্গোপসাগরে মাছ শিকারে  যায় ট্রলারটি। মঙ্গলবার রাত ১০ টার দিকে বঙ্গপসাগরের ড্রাম বয়া নামক এলাকায় ঝড়ের কবলে পড়ে তলা ফেটে ডুবে যায় ট্রলারটি। দুর্ঘটনার পর পরই পাশে হাতিয়ার অন্য  একটি ট্রলারারটি লোকজন ১৭ জেলেকে জীবিক উদ্ধার করেছে। তবে ডুবে যাওয়ায় ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। ট্রলার ডুবে যাওয়ায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ঢালচর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সালাম হাওলাদার জানান, ট্রলারটি উদ্ধারের চেস্টা চলছে। কিন্তু দুর্যোগপূর্ন আবহওয়ার কারনে উদ্ধার করা সম্ভব হচ্ছে না। ডুবন্ত  ট্রলারটি কিছু অংশ দেখা যাচ্ছে। তবে এটি উদ্ধারের চেষ্টা চলছে। বিষয়টি চরফ্যাশন উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০:১৭:৪৪   ৩২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভাইয়ের প্রতারণার শিকার হয়ে প্রতিবন্ধী উজ্জলের মানবেতর জীবন
সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
ভোলায় পোস্ট অফিসে আইসক্রিমের ব্যবসা
লালমোহনে আবাসনের ঘর জবর দখলের অভিযোগ
ভোলায় যাত্রীবাহী লঞ্চ থেকে ৮৫ মণ মাছ জব্দ
ঘুষ ছাড়া কাজ হয়না ভোলার বিএমইটি অফিসে॥ প্রতিদিন ঘুষের আয় প্রায় অর্ধলক্ষ টাকা!!
ভোলায় ফিল্মি স্টাইলা অপহরণ ॥ কতিপর উদ্ধার
ফুঁক দিয়েই সব সমস্যার সমাধান করেন ফরিদ!
প্রেমিকের সঙ্গে ‘বিয়ে’ রফাদফায় এসে কিশোর গ্যাংয়ের হাতে ধরা তরুণী, অতঃপর…
ভোলায় যৌতুকের মামলা দেওয়ায় স্ত্রীকে তালাক দিলো স্বামী ॥ শিশু সন্তান নিয়ে দুশ্চিতায় হাফছা



আর্কাইভ