চরফ্যাশন সরকারি ঘর বিক্রির পাওনা টাকা না পেয়ে দু’জনকে পিটিয়ে আহত

প্রচ্ছদ » অপরাধ » চরফ্যাশন সরকারি ঘর বিক্রির পাওনা টাকা না পেয়ে দু’জনকে পিটিয়ে আহত
শুক্রবার, ৭ মে ২০২১



চরফ্যাশন প্রতিনিধি ॥
ভোলার চরফ্যাশনের এওয়াজপুর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির আবু মহাজনের বিরুদ্ধে সরকারি ঘর বিক্রির বকেয়া টাকা পরিশোধ না করায় একই এলাকার মৃত কয়সর আহমেদের স্ত্রী আয়াশা ও তার ছেলে আয়ুব আলীকে পিটিয়ে আহত করে সিএনজি রিকশা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত তাঁরা চরফ্যাশন হাসপাতালে ভর্তি হয়েছে।
আহত আয়শা অভিযোগ করেন, আবু মহাজন জমি আছে ঘর নাই এই প্রকল্পের একটি সরকারি ঘর আমার কাছে ৫০ হাজার টাকায় বিক্রি করে। আমি তাকে ১০ হাজার টাকা দিয়েছি। ঘর নি¤œ মানের হওয়ায় সে ঘরের মুল্য ৩০ হাজার টাকা ধরে আর ২০ হাজার টাকা দেয়ার চাপ প্রয়োগ করেন। করোনা লকডাউনে আয় রোজগার বন্ধ হয়ে পড়ায় তার চাহিদার টাকা দিতে না পারায় বৃহস্পতিবার দুপুরে আবু মহাজন, তার ভাই, ছেলেরা মিলে আমার ছেলে আয়ুব আলীকে পিটিয়ে আহত করে তার কাছে থাকা নগদ ১০ হাজার টাকা, সিএনজি মেরামতের মালামালসহ ছিনতাই করে নিয়ে যায়, তার ডাকচিৎকারে আমি এগিয়ে গেলে আমাকেও পিটিয়ে আহত করে।
এ বিষয়ে আবু মহাজন বলেন ঘর দেয়ার জন্য কোন টাকা নেয়া হয়নি। তাঁরা আমার কাছ থেকে ৬০ হাজার টাকা ধার নিয়েছে ওই টাকা চাওয়া নিয়ে আমার ছেলেদের সাথে তাদের সাথে হাতাহাতি হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন জানান, সরকারি ঘর বিক্রি করার সুযোগ নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯:৫৭:১৬   ৩৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভাইয়ের প্রতারণার শিকার হয়ে প্রতিবন্ধী উজ্জলের মানবেতর জীবন
সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
ভোলায় পোস্ট অফিসে আইসক্রিমের ব্যবসা
লালমোহনে আবাসনের ঘর জবর দখলের অভিযোগ
ভোলায় যাত্রীবাহী লঞ্চ থেকে ৮৫ মণ মাছ জব্দ
ঘুষ ছাড়া কাজ হয়না ভোলার বিএমইটি অফিসে॥ প্রতিদিন ঘুষের আয় প্রায় অর্ধলক্ষ টাকা!!
ভোলায় ফিল্মি স্টাইলা অপহরণ ॥ কতিপর উদ্ধার
ফুঁক দিয়েই সব সমস্যার সমাধান করেন ফরিদ!
প্রেমিকের সঙ্গে ‘বিয়ে’ রফাদফায় এসে কিশোর গ্যাংয়ের হাতে ধরা তরুণী, অতঃপর…
ভোলায় যৌতুকের মামলা দেওয়ায় স্ত্রীকে তালাক দিলো স্বামী ॥ শিশু সন্তান নিয়ে দুশ্চিতায় হাফছা



আর্কাইভ