ভোলায় পূর্ব শত্রুতার জেরে ডেকে নিয়ে মাথায় কুপিয়ে জখম

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় পূর্ব শত্রুতার জেরে ডেকে নিয়ে মাথায় কুপিয়ে জখম
রবিবার, ১১ এপ্রিল ২০২১



আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলার বাপ্তায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদ ইব্রাহিম নামের একজনকে ডেকে নিয়ে মাথায় কুপিয় মারাতœক জখম করেছে সন্ত্রাসীরা। গত (৯ এপ্রিল) রাত ৮.৩০ মিনিটের দিকে সদর উপজেলাধীন বাপ্তা পাইলট ধনিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, বাপ্তা পাইলট ধনিয়া মাদ্রাসার সামনে মোঃ সাগর ও মোঃ সোলেমান নামের সন্ত্রাসী দীর্ঘ দিন যাবৎ মোহা¤দদ তছির আহমেদের ছেলেকে মেরে ফেলতে নানা অপকৌশল অবলম্বন করে। সেই পূর্বের পরিকল্পনা অনুযায়ী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে ইব্রাহিমকে নির্জনে নিয়ে মাথায় কুপিয়ে মারাতœক ভাবে যখম করেছে।এ সময় তার ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। সে বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

---

স্থানীয়রা জানায়, ইয়াবা সেবন ও ব্যবসায়ী, ইভটিজিং ও নারী কেলেঙ্কারিসহ নানা অপকর্মের সাথে জড়িত মোঃ সাগর ও মোঃ সোলেমান জমি জমার বিষয়ে কথা বলবে বলে মোহাম্মদ ইব্রাহিমকে নির্জনে ডেকে নিয়ে যায়। হঠাৎ ইব্রাহিম এর ডাকচিৎকার শুনে এলাকার লোকজন ছুটে যায়, গিয়ে দেখে মোহাম্মদ ইব্রাহিম রক্তাক্ত যখম অবস্থায় অচেতন হয়ে পড়ে আছে।এ সময় সাগর ও সোলেমান দেশীয় অস্ত্র হাতে নিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। এলাকাবাসী মোহাম্মদ ইব্রাহিমকে রক্তাক্ত জখম ও অচেতন অবস্থায, উদ্ধার করে ভোলা সদর হাসপাতাল পাঠান।
সন্ত্রাসীদের পিতা আবুল কালাম আজাদ জানান, আমার ছেলে সাগর একটি ধারালো বেলেট হাতে করে ঘর থেকে বের হয়েছে। ইব্রাহিমকে কোপানো ও যখমের কথাটি সত্য। তবে কি দিয়ে এই অবস্থা করেছে তা আমি জানিনা।
আহত ইব্রাহিম জানান, আমার সাথে তাদের কোন বিরোধ দেখিনা। আমার সাথে জমি সংক্রান্ত কথা বলতে বলতে আমাকে নির্জনে নিয়ে হঠাৎ করে কি দিয়ে জেন কোপাতে থাকে।এর পর আমি আর কিছু বলতে পারি না।
ভোলা সদর থানার ওসি মোঃ এনায়েত হোসেন জানান, বাপ্তা পাইলটে যে ঘটনাটি ঘটেছে তার মামলা হয়েছে। আমরা দ্রুত এর ব্যবস্থা গ্রহণ করছি।

বাংলাদেশ সময়: ২২:৪৩:১০   ৩৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভাইয়ের প্রতারণার শিকার হয়ে প্রতিবন্ধী উজ্জলের মানবেতর জীবন
সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
ভোলায় পোস্ট অফিসে আইসক্রিমের ব্যবসা
লালমোহনে আবাসনের ঘর জবর দখলের অভিযোগ
ভোলায় যাত্রীবাহী লঞ্চ থেকে ৮৫ মণ মাছ জব্দ
ঘুষ ছাড়া কাজ হয়না ভোলার বিএমইটি অফিসে॥ প্রতিদিন ঘুষের আয় প্রায় অর্ধলক্ষ টাকা!!
ভোলায় ফিল্মি স্টাইলা অপহরণ ॥ কতিপর উদ্ধার
ফুঁক দিয়েই সব সমস্যার সমাধান করেন ফরিদ!
প্রেমিকের সঙ্গে ‘বিয়ে’ রফাদফায় এসে কিশোর গ্যাংয়ের হাতে ধরা তরুণী, অতঃপর…
ভোলায় যৌতুকের মামলা দেওয়ায় স্ত্রীকে তালাক দিলো স্বামী ॥ শিশু সন্তান নিয়ে দুশ্চিতায় হাফছা



আর্কাইভ