ভোলায় পরানগঞ্জ ব্র্যাক ব্যাংকের এজেন্ট শাখার শুভ উদ্বোধন

প্রচ্ছদ » অর্থনীতি » ভোলায় পরানগঞ্জ ব্র্যাক ব্যাংকের এজেন্ট শাখার শুভ উদ্বোধন
বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১



আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলার সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের পরানগঞ্জ বাজার ব্র্যাক ব্যাংকের এজেন্ট আউটলেট শাখার শুভ উদ্বোধনের অনুষ্ঠিকতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) সকাল ১১ঘটিকায় কাচিয়া ইউনিয়নের পরানগঞ্জ বাজারের ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার তরিকুল ইসলাম তারিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ব্যাংকটির আনুষ্ঠানিক কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন ভোলার বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ, ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও কাচিয়া ইউনিয়নের বার বার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব জহুরুল ইসলাম নকীব।

---

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্র্যাক ব্যাংকের (এসইমি) ব্যাংকিং এর জেলার ব্যাবস্থাপক মো.আবদুল জব্বার, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বাবু গৌরাঙ্গ চন্দ্র দে, প্রচার সম্পাদক শামসুদ্দিন সামসু, পশ্চিম ইলিশা ইউনিয়ন চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমদ, রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান খাঁ, সদর জেলা আওয়ামী উপ-দপ্তর স¤পাদক আনোয়ার হোসেন ছোটন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে আমন্ত্রিত প্রধান অতিথিকে পরানগঞ্জ এজেন্ট ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা ও পরিচালনার পরষদের পক্ষহতে ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা জানান জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক মো. মুজাহিদুল ইসলাম তুহিন।
এসময় প্রধান অতিথি জহুরুল ইসলাম নকীব বলেন, কাচিয়া ইউনিয়নের গ্রাম-গঞ্জের মানুষকে ব্যাংকিং সেবা পেতে, পরানগঞ্জে ব্র্যাক ব্যাংকের এজেন্ট শাখার চালু করায় ব্র্যাক ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালকসহ সকলকে সাধুবাদ জানান। এসময় তিনি আশা প্রকাশ করেন, উক্ত ব্যাংকের এজেন্ট শাখা খোলার মাধ্যমে এ অঞ্চলের গ্রামের ও কাচিয়া ইউনিয়নের সাধারণ মানুষের ব্যাংকিং এর বিভিন্ন ক্ষুদ্র মাঝারি এবং কৃষি ঋণ সুবিধা পেতে সহায়ক ও কার্যকরী ভুমিকা পালন করবে বলে তিনি আশাবাদী।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন মাস্টার, সম্পাদক শাজাহান মাস্টার, বিভিন্ন পেশাজীবি ব্যবসায়ী সংগঠনসহ স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ব্যাক্তিবর্গরা এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০:৫৮:৩৫   ৫১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


মেঘনা-তেঁতুলিয়ায় বাগদার রেণু শিকারের মহোৎসব
ভোলায় লাজফার্মা মডেল ফার্মেসির উদ্বোধন
ভোলা মহাজনপট্টিতে স্বপ্ন আউটলেটের শাখা উদ্বোধন
লালমোহনে ১২৬ কোটি টাকার বোরো ধান উৎপাদনের সম্ভাবনা
ভোলার গ্যাস উৎপাদন: কূপ খননে আরও চড়া দাম চায় গাজপ্রম
ভোলায় ভয়াবহ অগ্নিকান্ডে ২ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
নদীতে মিলছে না কাংখিত ইলিশ, হতাশ জেলেরা
কাঁচের চুড়ি তৈরিতে ব্যস্ত বোরহানউদ্দিনের শ্রমিকরা
দুই মাসের নিষেধাজ্ঞার পর মাছ শিকারে প্রস্তুত জেলেরা
লালমোহনে তীব্র গরমে মুরগির খামারিদের বাড়ছে দুশ্চিন্তা



আর্কাইভ