তজুমদ্দিনে হাসপাতালের যন্ত্রপাতি দিয়ে ডায়াগনষ্টিকের লোকেরা করছে অপারেশন

প্রচ্ছদ » অপরাধ » তজুমদ্দিনে হাসপাতালের যন্ত্রপাতি দিয়ে ডায়াগনষ্টিকের লোকেরা করছে অপারেশন
রবিবার, ২৫ অক্টোবর ২০২০



তজুমদ্দিন প্রতিনিধি ॥
ভোলার তজুমদ্দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসের সরকারী যন্ত্রপাতি ব্যবহার করে অপারেশন করছেন ডায়াগনষ্টিক ও ফার্মিসিতে আগত বহিরাগত ডাক্তার এবং সহযোগীরা। এ নিয়ে সচেতন মহলের মাঝে চাঞ্চলের সৃষ্টি হলে হাসপাতাল কর্তৃপক্ষ জানে না বলে বিষয়টি এড়িয়ে যান।

---

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ৮টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে ষ্ট্রেচারে রেখে এক রোগীকে অপারেশন করতে দেখা যায়। এ সময় প্রত্যক্ষদর্শীরা ঘটনাটির ভিডিও চিত্র ধারণ করে। ভিডিও চিত্রে দেখা যায়, সজিব (১৮) পিতা হাফেজ নামের রোগীর পায়ে অপারেশন করছেন এ রব ডায়াগনষ্টিকে ঢাকা থেকে আগত মুগদা হাসপাতালে কর্মরত ডা. মুজাহিদুল ইসলাম ও জননী মেডিকেলে পটুয়াখালী থেকে আগত কথিত ডা. সোহাগ মুন্সি। এ সময় এ রব ডায়াগনষ্টিকের শাহাবুদ্দিনকেও সেখানে উপস্থিত থেকে বিভিন্ন কার্যক্রমে সহযোগীতা করতে দেখা যায়। ডায়াগনষ্টিকে আসা রোগীকে সরকারী হাসপাতালে অভ্যন্তরে খোলা জায়গায় হাসপাতালের যন্ত্রপাতি ব্যবহার করে অপারেশন করায় স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
ডাক্তার দাবীদার সোহাগ মুন্সি বলেন, আমি অপারেশন করিনি আমি স্যারের সাথে ছিলাম।
এ বিষয়ে এ রব ডায়াগনষ্টিকে আসা ডা. মুজাহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, পায়ের ছোটখাটো ইনফেকশন নিয়ে একজন রোগী আসলে হাসপাতালের মধ্যে চিকিৎসা করি।
তজুমদ্দিন হাসপাতালের আরএমও ডা. হাসান শরীফ বলেন, ডায়াগনষ্টিকের লোকেরা হাসপাতালের যন্ত্রপাতি ব্যবহারের বিষয়ে আমাদের অনুমতি নেয়নি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কবির সোহেল বলেন, বিষয়টি আমি অবগত ছিলাম না। জানার পরে জড়িতদের ডেকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০:৩৮:৫০   ৩৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


সাময়িক বরখাস্ত হলেন বিএমইটি ভোলার সহকারী পরিচালক মোশাররফ হোসেন
মাদ্রাসাছাত্রীকে তালাবন্ধ করে পরিবারসহ প্রেমিক লাপাত্তা
বেনজীরের গ্রেফতার ও বিচারের দাবিতে ভোলায় সুজনের সমাবেশ-স্মারকলিপি
জমিজমা বিরোধ কেন্দ্র করে ভাই ও ভাইর স্ত্রীর উপর হামালার অভিযোগ কমিশনার কবিরের বিরুদ্ধে
ভাইয়ের প্রতারণার শিকার হয়ে প্রতিবন্ধী উজ্জলের মানবেতর জীবন
সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
ভোলায় পোস্ট অফিসে আইসক্রিমের ব্যবসা
লালমোহনে আবাসনের ঘর জবর দখলের অভিযোগ
ভোলায় যাত্রীবাহী লঞ্চ থেকে ৮৫ মণ মাছ জব্দ
ঘুষ ছাড়া কাজ হয়না ভোলার বিএমইটি অফিসে॥ প্রতিদিন ঘুষের আয় প্রায় অর্ধলক্ষ টাকা!!



আর্কাইভ